ভগবানপুর থানার ওসির বদলি

ভগবানপুর থানার ওসি শম্ভুরুই দাসকে বদলি করে জেলা পুলিশ লাইনে পাঠাল জেলা পুলিশ প্রশাসন। হঠাৎ কেন এই বদলি? ব্লক প্রশাসন সুত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ব্লকে দুই মদ্যপ ঢুকে পড়ে। এ নিয়ে বিডিও থানায় ডাইরি করেন। তবে পুলিশ,গ্রেফতারের বদলে মিটমাটের চেষ্টা করলে শুক্রবার বিডিও ও ওসি-র মধ্যে উতপ্ত বাক্য বিনিময় হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

এগরা শেষ আপডেট: ১৩ মে ২০১৫ ০০:৫৫
Share:

ভগবানপুর থানার ওসি শম্ভুরুই দাসকে বদলি করে জেলা পুলিশ লাইনে পাঠাল জেলা পুলিশ প্রশাসন। হঠাৎ কেন এই বদলি?

Advertisement

ব্লক প্রশাসন সুত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ব্লকে দুই মদ্যপ ঢুকে পড়ে। এ নিয়ে বিডিও থানায় ডাইরি করেন। তবে পুলিশ,গ্রেফতারের বদলে মিটমাটের চেষ্টা করলে শুক্রবার বিডিও ও ওসি-র মধ্যে উতপ্ত বাক্য বিনিময় হয়। বিডিও-র রুমে সিসিটিভি ক্যামেরা থাকায় পুরোটাই রেকর্ডিং হয়। পরে সেটাই অভিযোগ আকারে জেলা ও রাজ্য প্রশাসনের কাছে পাঠানো হয়।ফলে ওসি-র অভব্য আচরণের ব্যাপারে অকাট্য প্রমান হাতে পেয়ে জেলা পুলিশ বদলি-র সিদ্ধান্ত নেয় বলে পুলিশের একাংশের ধারণা।

তবে সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে জেলা পুলিশ সুপার সুকেশকুমার জৈন বলেন, ‘‘ভগবানপুরের ওসিকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে। এটি রুটিন বদলি।’’

Advertisement

নিরাপত্তায় জোর। বিভিন্ন ব্যাঙ্কের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন ব্যাঙ্ক ম্যানেজারদের নিয়ে বৈঠক করলেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) জাফর আজমল কিদোয়াই। মঙ্গলবার বিকেলে কাঁথি সমবায় ব্যাঙ্কের সভাকক্ষে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন একশোর বেশি রাষ্ট্রায়ত্ত্ব ও সমবায় ব্যাঙ্কের আধিকারিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement