নতুন: সভাধিপতি সমায় মাণ্ডি ও সহ-সভাধিপতি সোমা অধিকারী। নিজস্ব চিত্র
সূচি মেনে গঠিত হল ঝাড়গ্রাম জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের সভাঘরে নতুন জেলা পরিষদের ১৫ জন সদস্যকে শপথবাক্য পাঠ করালেন ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সজলকান্তি টিকাদার। সদস্যদের মধ্যে থেকে সভাধিপতি পদে সমায় মাণ্ডি এবং সহ-সভাধিপতি পদে সোমা অধিকারীকে সর্বসম্মতভাবে নির্বাচিত করা হয়েছে।
দু’জনের নামই অবশ্য আগে ঠিক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আর অর্জুন, মহকুমাশাসক (সদর) নকুলচন্দ্র মাহাতো, ঝাড়গ্রাম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সচিব প্রবীর ঘোষ, ভারপ্রাপ্ত জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নোয়ন আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস।
নিয়ম অনুযায়ী এ দিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটিই ছিল জেলা পরিষদের প্রথম সভা। ২৯ জুন জেলা পরিষদের ন’টি স্থায়ী সমিতি গঠন করা হবে। জুলাই মাসে প্রতিটি স্থায়ী সমিতির সদস্যরা মোট ৯জন কর্মাধ্যক্ষকে নির্বাচিত করবেন। মহকুমাশাসক (সদর) নকুলচন্দ্র মাহাতো জানান, আপাতত, সভাধিপতি, সহকারি সভাধিপতি সহ নতুন জেলা পরিষদের সদস্যরা অস্থায়ী জেলা পরিষদ ভবনে বসবেন।
ঝাড়গ্রামের কৃষিসেচ দফতরের একটি অতিথিশালা সংস্কার করে নতুন জেলা পরিষদ কার্যালয় তৈরির কাজ চলছে। পরে তাঁদের শুভেচ্ছা জানান অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সুকুমার হাঁসদা, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু প্রমুখ। নতুন জেলার সভাধিপতি পদে শপথ নেওয়ার পরে এ দিন সমায়বাবু জেলা পরিষদ সদস্যদের উদ্দেশে বলেন, “মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। তাঁদের কাছে উন্নয়নের পরিষেবা পৌঁছে দিতে হবে। ঝাড়গ্রামকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে হবে।”
ঝাড়গ্রাম জেলা হওয়ার পরে পশ্চিম মেদিনীপুরেও নতুন ভাবে জেলা পরিষদ গঠিত হয়েছে। তবে সেখানে জেলা সভাধিপতি পদে কোনও বদল হয়নি। উত্তরা সিংহই সভাধিপতি রয়েছেন। আর সহ-সভাধিপতি হয়েছেন অজিত মাইতি। তিনি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি।