ফাইল চিত্র।
পদোন্নতির জেরে হাসপাতালের পুরনো সুপারের বদলি হওয়ায় দায়িত্ব নিলেন নতুন সুপার। শনিবার খড়্গপুর মহকুমা হাসপাতালের নতুন সুপার উত্তম মান্ডিকে দায়িত্ব বুঝিয়ে দিলেন পুরনো সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। নতুন সুপার উত্তম আসছেন বেলপাহাড়ি থেকে। কৃষ্ণেন্দু যাচ্ছেন আলিপুরদুয়ারের উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পদে। মাস খানেক আগেই পদোন্নতির জেরে সুপারের বদলির চিঠি এসেছিল। তার পরে সেই বদলি ঠেকাতে শহরে শুরু হয়েছিল আন্দোলন। একাধিক সমাজকর্মী সংগঠনের সদস্যরা একজোট হয়ে হাসপাতালে গণস্বাক্ষর ও মিছিল সংগঠিত করেছিলেন। তাঁরা জানিয়েছিলেন, কৃষ্ণেন্দু হাসপাতালের সুপার দায়িত্বে আসার পরে গত কয়েক বছরে পরিষেবার উন্নতি হয়েছে। চিকিৎসক কম থাকায় হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে মর্গে ময়না-তদন্তের ভার সামলেছেন কৃষ্ণেন্দু নিজেই। তবে সরকারি নিয়মে যেতেই হচ্ছে কৃষ্ণেন্দুকে। এ দিন তিনি বলেন, “খড়্গপুর তথা এই জেলার মানুষের অনেক ভালবাসা পেয়েছি। কিন্তু সরকারি নির্দেশ মেনে নিজের পদে যেতেই হবে। ভবিষ্যতে এই পশ্চিম মেদিনীপুর জেলায় ফের বদলি হয়ে আসার ইচ্ছে থাকল।”