ক্রিকেট অ্যাকাডেমি

শহরে আরও একটি ক্রিকেট প্রশিক্ষণ অ্যাকাডেমির সূচনা হল। শনিবার বিকেলে খড়্গপুর কলেজ ময়দানে ওই ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধন করেন পুরপ্রধান প্রদীপ সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ০১:২৪
Share:

শহরে আরও একটি ক্রিকেট প্রশিক্ষণ অ্যাকাডেমির সূচনা হল। শনিবার বিকেলে খড়্গপুর কলেজ ময়দানে ওই ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধন করেন পুরপ্রধান প্রদীপ সরকার।

Advertisement

জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই প্রশিক্ষণ শুরু হবে। এ জন্য বেশ কয়েকজন রঞ্জি ক্রিকেট খেলোয়াড়ের সঙ্গে চুক্তি হয়েছে সংস্থার। তাঁদের মধ্যে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি সতীর্থ রঞ্জি ক্রিকেটার সত্যপ্রকাশ কৃষ্ণ, দীপক সিংহ, রেলওয়ের ক্রিকেটের অনিকেত দাস। মেয়েদের প্রশিক্ষণ দেবেন মধুস্মিতা মহাপাত্র। প্রতিভাবান গরিব ছেলেমেয়েদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।

আবেদন করার জন্য প্রার্থীর বয়স পাঁচ বছরের বেশি হতে হবে। ইতিমধ্যেই ৫০টি আবেদন জমা পড়েছে। সেই সঙ্গে কলেজের মাঠ ব্যবহারের জন্য অ্যাকাডেমি পক্ষ থেকে বিনামূল্যে কলেজের ক্রিকেটের দলকে প্রশিক্ষিত করা হবে।

Advertisement

অ্যাকাডেমি সম্পাদক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “রেলের ময়দানে অনুমতি পাওয়া কঠিন। আর শহরের অন্য মাঠে খেলার উপযুক্ত পরিবেশ নেই। তাই কলেজের সঙ্গে চুক্তি করেছিলাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement