Tamluk Municipality

তমলুক পুরসভায় তোলা হল উল্টো জাতীয় পতাকা! ভুল নজরে আসতেই দ্রুত সংশোধনের নির্দেশ

উল্টো দিকে উড়ছে জাতীয় পতাকা! বিষয়টি নজরে আসতেই দ্রুত ভুল সংশোধনে সক্রিয় হলেন পুর কর্তৃপক্ষ। কিন্তু ততক্ষণে সেই উল্টো জাতীয় পতাকার ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ২২:৫১
Share:

তমলুক পুরভবনের মাথায় উল্টো দিকে উড়ছে জাতীয় পতাকা। নিজস্ব চিত্র।

সোমবার সকালে তমলুক পুরভবনের মাথায় নজর পড়তেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। উল্টো দিকে উড়ছে জাতীয় পতাকা! বিষয়টি নজরে আসতেই দ্রুত ভুল সংশোধনে সক্রিয় হলেন পুর কর্তৃপক্ষ। কিন্তু ততক্ষণে সেই উল্টো জাতীয় পতাকার ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

Advertisement

ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে পূর্ব মেদিনীপুরের জেলা সদরের তৃণমূল পরিচালিত পুরবোর্ড। পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় গাফিলতির কথা স্বীকার করে বলেন, ‘‘নিয়ম মেনে প্রতি দিনই সকালে পুরভবনের মাথায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যায় নামানো হয়। পুরসভার এক অস্থায়ী কর্মী এই কাজের দায়িত্বপ্রাপ্ত। তাঁর ভুলেই এমন হয়েছে। তবে দ্রুত ভুল সংশোধন করা হয়েছে।’’

যদিও এ বিষয়টি নিয়ে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলেছেন বিরোধীরা। বিজেপির মহিলা মোর্চার তমলুক শহর সভানেত্রী সোমা দে বলেন, ‘‘সোমবার সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথম উল্টো জাতীয় পতাকা উড়তে দেখে পুরসভায় গিয়ে অভিযোগ জানান। ১৬০ বছরের প্রাচীন তাম্রলিপ্ত পুরসভায় এমন ঘটনা নজিরবিহীন।’’ প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ জানুয়ারি বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বীরভূমের রামপুরহাটে প্রজাতন্ত্র দিবস পালন কর্মসূচিতে উল্টো জাতীয় পতাকা তুলে বিতর্কে জড়িয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement