Nabanna

খতিয়ান তলব নবান্নের

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে জেলায় গত ন’বছরে (তৃণমূল আমলের) উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তলব করল রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০৪:৩৫
Share:

প্রতীকী ছবি

অনেকে মনে করছেন, তাদের উন্নয়ন কর্মযজ্ঞের কথা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিয়ে বিরোধীদের ‘বিভ্রান্তিমূলক’ প্রচারকে ভোঁতা করার পরিকল্পনা রয়েছে তৃণমূল সরকারের। তৃণমূলের জেলা সভাপতি তথা জেলা পরিষদের সহ- সভাধিপতি অজিত মাইতি বলেন, ‘‘রাজ্য সরকারের নিশ্চয়ই কিছু পরিকল্পনা রয়েছে। সে কারণেই জেলার কাছ থেকে উন্নয়নের খতিয়ান চাওয়া হয়েছে।’’ বিজেপির জেলা সভাপতি শমিত দাশের খোঁচা, ‘‘মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত। হতে পারে নির্বাচনের আগে মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা হবে। সে জন্যই ওই সব তথ্য তলব করা হয়েছে। রং চড়িয়ে প্রচার করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement