বিনয় ঘোষাল। নিজস্ব চিত্র
অসুস্থ বাবাকে দেখতে এসে জন্মদিনেই রহস্য মৃত্যু হল এক ছাত্রের। শুক্রবার বেলদা থানার দেউলি শিবালয় মন্দির সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রের নাম বিনয় ঘোষাল (২৪)।
এ দিন সকালে বিনয়ের মৃতদেহ মন্দির সংলগ্ন পাকা নিকাশি নালায় পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। দেহ থেকে প্রায় চল্লিশ ফুট দূরে বিনয়ের মোবাইল ও মাথার টুপি পড়েছিল।
স্থানীয় সূত্রের খবর, দেউলির বাসিন্দা বিলাস ঘোষালের এক ছেলে ও এক মেয়ে। ছেলে বিনয় চলতি বছরে দিল্লির একটি বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে স্নাতকোত্তর উত্তীর্ণ হন। পরিবারের দাবি স্কলারশিপও পেয়েছিলেন। সম্প্রতি ডিসেম্বরে নেট পরীক্ষায় বসার পর পিএইচডি করার কথা জানিয়েছিলেন বাড়িতে। কলকাতায় থেকেই পড়াশোনা করতেন বিনয়। কয়েকদিন আগে বাবার অসুস্থতার কথা শুনে কলকাতা থেকে বাড়ি এসেছিলেন তিনি। পরিবারের দাবি, বাড়ি এলেই বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে থাকতেন বিনয়। এ দিনই ছিল তাঁর জন্মদিন। পরিবারের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন বিনয়। রাত বারোটা নাগাদ মা কল্পনা ফোন করে ছেলের খোঁজ নেন। কিছুক্ষণের মধ্যে বাড়ি ফেরার কথা ফোনে জানিয়েছিলেন বিনয়। কিন্তু রাতে বাড়ি ফেরেনি। ফোন করেও পাওয়া যায়নি তাঁকে। স্থানীয়দের দাবি, নেশার সঙ্গে জড়িয়ে পড়েছিল ছেলেগুলি। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, হয়তো নেশার কারণে কোনও ভাবে পড়ে গিয়ে আর উঠতে পারেননি বিনয়। তবে তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। প্রশ্ন উঠছে নেশার কারণ পড়ে গেলে ৪০ ফুট দূরে মোবাইল ও মাথার টুপি মিলল কেন! বিলাস বলেন, ‘‘ ঘরে এলেই বন্ধু-বান্ধবদের নিয়ে আড্ডা। মৃত্যুটা স্বাভাবিক নয় বলেই মনে হচ্ছে।’’ কল্পনা বলেন, ‘‘বৃহস্পতিবার যেতে দিইনি। জন্মদিনের জন্য মিষ্টি, কেক এনেছিলাম।’’