২০ মার্চ থেকে জেলা জুড়ে লাগাতার সমাবেশ করবে তৃণমূল। থাকবেন দুই রাজ্য নেতা মুকুল রায় ও অভিষেক বন্দোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, ২০ মার্চ সমাবেশ হবে বিনপুর ও গোপীবল্লভপুরে। পরদিন সমাবেশ হবে পিংলা ও খড়্গপুর গ্রামীণে। ২৭ মার্চ শালবনি, গড়বেতা ও কেশপুর এবং ২৯ তারিখ নারায়ণগড়, সবং ও ডেবরায় সভা হওয়ার কথা।
তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, ‘‘এখনও স্থান ও সময় ঠিক হয়নি। শীঘ্রই তাও ঠিক হয়ে যাবে।’’ কিন্তু একদিনে একাধিক সভা হবে কী ভাবে? দলীয় সূত্রে খবর, হেলিকপ্টারে আসবেন দুই নেতা। ফলে সমস্যা হবে না। কিছুদিন আগেই জেলার গড়বেতা ও শালবনিতে সভা করেছে তৃণমূল। গড়বেতায় পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক ছিলেন, শালবনিতে অভিষেকের সঙ্গে শুভেন্দু অধিকারীর আসার কথা থাকলেও অভিষেক আসেননি। নির্বাচনী প্রচারে দু’জন আলাদা প্রচার করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বের বার্তা যাতে না প্রকট না হয়, সে জন্য শুভেন্দু জেলাতে দু’-একটি সমাবেশ করতে পারেন বলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে।