নাবালিকা বিয়ে আটকাল এক রামনগর-১ পঞ্চায়েত সমিতি। রবিবার রামনগর-১ পঞ্চায়েত সমিতির বাধিয়া গ্রামপঞ্চায়েতের কাণ্ডগ্রামে ১৫ বছরের এক কিশোরীর নাবালিকার বিয়ে ঠিক হয়েছে বলে খবর আসে রামনগর পঞ্চায়েত সমিতিতে। খবর পেয়েই নাবালিকার বিয়ে বন্ধ করার উদ্যোগ নেন রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার ও সহ সভাপতি শান্তিলতা দাসঅধিকারী। চাইল্ড লাইন ও পুলিশেও খবর দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে নাবালিকার বাবাকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না বলে বোঝানোর পর বিয়ের আয়োজন বন্ধ করেন ওই কিশোরীর বাবা। জানা গিয়েছে, নাবালিকার বাবা একজন দিনমজুর। আর্থিক অনটনের কারনে দু’বছর আগে পড়াশোনাও বন্ধ হয়ে গিয়েছিল ওই ছাত্রীর। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পড়াশোনা চালানোর জন্য যাবতীয় সাহায্য করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।