midnapore college

Midnapore College: করোনা-কারণে সার্ধশতবর্ষ উদ্‌যাপন স্থগিত করল মেদিনীপুর কলেজ

কলকাতার বিভিন্ন শিল্পীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল অনুষ্ঠানের জন্য। তাঁদের অনুষ্ঠান স্থগিতের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ২৩:১৪
Share:

স্থগিত মেদিনীপুর কলেজের অনুষ্ঠান। নিজস্ব চিত্র

করোনা পর্বের জন্য সার্ধশতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠান স্থগিত করল মেদিনীপুর কলেজ। এই কলেজ অনেক দিন ধরেই স্বশাসিত। বুধবার এ কথা জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
আগামী ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সার্ধশতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেই অনুষ্ঠান স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। আগামী মার্চে পরিস্থিতি স্বাভাবিক হলে তখন অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা।

Advertisement

অনুষ্ঠান উপলক্ষে সারা বছর ধরে নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন কর্তৃপক্ষ। কলকাতার বিভিন্ন শিল্পীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল অনুষ্ঠানের জন্য। তাঁদের অনুষ্ঠান স্থগিতের কথা জানিয়ে দেওয়া হয়েছে। ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ওই কলেজ। স্বশাসিত হওয়ার পর এ বার তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানও হওয়ার কথা ছিল। তা-ও স্থগিত করা হয়েছে। তবে ৩০ জানুয়ারি কলেজের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে করোনা বিধি মেনে। কলেজটি শালবনির গোয়ালডিহি গ্রামকে দত্তক নিতে চলেছে। তা ছাড়া একটি স্কুলকেও দত্তক নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement