চলছে সভা। তমলুক শহরে বিজেপি নগর মণ্ডল অফিস চত্বরে জমায়েত দলীয় নেতা-কর্মীরা। নিজস্ব চিত্র
শাসকদল তৃণমূলের জনসভায় কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন চেনা ছবি। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ‘ভার্চুয়াল সভা’য় হাজির দলীয় কর্মীরা অবশ্য নিজেরাই দুপুরের খাবারে আয়োজন করলেন মাংস-ভাতের!
মঙ্গলবার দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বক্তৃতা করেন অমিত শাহ। সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত চলা ওই সভায় অমিত ছাড়া বক্তৃতা করেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং দলের কেন্দ্রীয় নেতা মুকুল রায়। তাঁদের সেই ‘ভার্চুয়াল সভা’ শোনানোর জন্য জেলার বিভিন্ন এলাকায় এবং দলীয় কার্যালয়ে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করেছিলেন। ময়নায় এমনই একটি বুথে বক্তৃতা শুনতে আসা কর্মীদের দুপুরে মাংস-ভাত খাওয়ানো হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। তমলুকে বিজেপি কার্যালয় প্রাঙ্গণে কর্মীদের গরমের হাত থেকে রেহাই দিতে ব্যবস্থা ছিল বড় পাখারও। ছিল মটর সেদ্ধ-মুড়ি খাওয়ার ব্যবস্থা। কিছু কিছু এলাকায় ছিল টিফিনের ব্যবস্থা।
জেলা বিজেপি সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার মধ্যে তমলুক, ময়না, নন্দকুমার, মহিষাদল, নন্দীগ্রাম, হলদিয়া, কোলাঘাট, পাঁশকুড়া, ভগবানপুর এলাকার ১৫৭৪টি বুথে নেতা-কর্মী-সমর্থকরা জমায়েত হয়েছিলেন। তবে জমায়েতে সামাজিক দূরত্ববিধি মানা হয়েছিল বলে দাবি জেলা নেতৃত্বের। বিজেপি জেলা (তমলুক) সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘‘সামাজিক দূরত্ব মেনে প্রায় ৩৬ হাজার মানুষ জনসভায় অংশ নিয়েছেন। ফেসবুক লাইভেও প্রায় ২১ হাজার লোক সভা দেখেছেন। ময়নায় একটি বুথে কর্মীরা দুপুরের খাবার হিসাবে মাংস-ভাতের আয়োজন করেছিলেন।’’ আবার, বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘‘কাঁথি, রামনগর, খেজুরি, পটাশপুর, মুগবেড়িয়া-সহ ১৬৯৮ বুথে প্রায় ৯০ হাজার কর্মী-সমর্থক সভায় যোগ দিয়েছেন। তবে কোথাও খাওয়ানোর ব্যবস্থা ছিল না।’’
পাঁশকুড়ার হাউরে এক বছর আগে লোকসভা ভোটের প্রচারে পাঁশকুড়ায় আসার কথা ছিল অমিতের। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। এ দিন তাই অমিতের ‘ভার্চুয়াল সভা’ ঘিরে পাঁশকুড়ায় বিজেপি শিবিরে ছিল উন্মাদনা। ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীন পাঁশকুড়া পশ্চিম বিধানসভা। ২০১৯ সালে লোকসভা ভোটের ফলাফলে শাসক তৃণমূলের প্রধান প্রতিপক্ষ উঠে আসে বিজেপি। তারপর থেকে পাঁশকুড়ায় উজ্জীবিত গেরুয়া শিবির। আবার এই পাঁশকুড়াতেই গত বছর অক্টোবরে খুন হন তৃণমূলের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি কুরবান শা। তাতে গ্রেফতার হয় স্থানীয় বিজেপি নেতা আনিসুর রহমান।
এমন রাজনৈতিক সমীকরণে থাকা পাঁশকুড়ায় এ দিন অমিতের ‘ভার্চুয়াল সভা’র জন্য হাউরের পুরুল বাজারে বসানো হয় জায়ান্ট স্ক্রিন। আরও কয়েকটি স্ক্রিন বসানো হয়। পাঁশকুড়ার বিজেপি নেতা সিন্টু সেনাপতি বলেন, ‘‘গত বছর সভা বাতিল হওয়ায় কর্মীরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। এ দিন পাঁশকুড়া পশ্চিম বিধানসভার কয়েকটি জায়গায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে অমিত জি'র বক্তৃতা শুনে দলীয় কর্মীরা উজ্জীবিত।’’