দীপাবলির আগে পশ্চিমে মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই দু’দিনের জঙ্গলমহল সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রের খবর, আগামী ২৫ অক্টোবর ঝাড়গ্রামে এসে বিকেলে বিজয়া সম্মিলনী করতে পারেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০০:৩৫
Share:

কালীপুজোর আগেই দু’দিনের জঙ্গলমহল সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রের খবর, আগামী ২৫ অক্টোবর ঝাড়গ্রামে এসে বিকেলে বিজয়া সম্মিলনী করতে পারেন তিনি। জামবনি বাণীবিদ্যাপীঠ হাইস্কুলের মাঠে প্রশাসনিক জনসভা করার কথা রয়েছে। সেখান থেকেই উপভোক্তার হাতে সরকারি উন্নয়ন পরিষেবা তুলে দেবেন মমতা। একাধিক প্রকল্পের উদ্বোধন, বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, ঝাড়গ্রামের মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতো-সহ প্রশাসনিক আধিকারিকরা মুখ্যমন্ত্রীর সভাস্থলের মাঠটি পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার জন্য আরও কয়েকটি মাঠ পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা। প্রশাসন সূত্রের খবর, ২৬ তারিখ সভা সেরে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে অথবা সড়কপথে বাঁকুড়ার মুকুটমণিপুরে যেতে পারেন। জেলার বিভিন্ন ব্লকের বিডিওদের নিয়ে জেলা পরিষদ হলে বৈঠক করেন জেলাশাসক। জেলা সভাধিপতি উত্তরা সিংহ বলেন, “মুখ্যমন্ত্রী আগামী ২৫-২৬ তারিখ দু’দিনের জঙ্গলমহল সফরে আসতে পারেন বলে খবর।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement