হেলিপ্যাড থেকে হোটেলের পথে মমতা। নিজস্ব চিত্র
ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ফণী। এর মধ্যেই পশ্চিম মেদিনীপুরে এসে নির্বাচনী প্রচারে ‘ঝড়’ তুলতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনে পাঁচটি সভার টানা সূচি তাঁর।
বৃহস্পতিবার বিকেলেই জেলায় পৌঁছে গিয়েছেন মমতা। ৪টে নাগাদ খড়্গপুর শহরের উপকন্ঠে ৬ নম্বর জাতীয় সড়কের ধারের একটি হোটেলে পৌঁছন তিনি। আগামী তিন দিন এই হোটেলে থেকেই পশ্চিম মেদিনীপুরে দু’টি ও ঝাড়গ্রামের তিনটি এলাকায় সভা করবেন তিনি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ‘ফণী’র আগামী ৫ মে পর্যন্ত বাকি সভাগুলি যাতে স্থগিত না করতে হয়, সে জন্যই তৃণমূলনেত্রী খড়্গপুরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দুর্যোগে হেলিকপ্টার উড়বে না। ফলে, সড়কপথে সভাস্থলে পৌঁছতে পারবেন তিনি। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “দিদি এই হোটেলে থেকেই পাঁচটি সভা সারবেন বলে আপাতত ঠিক হয়েছে। আমরা সবরকম ব্যবস্থা করেছি।” খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকারের কথায়, “দিদি খড়্গপুরে থাকবেন এটা আমাদের গর্বের বিষয়। তাই দলের জেলা সভাপতির নির্দেশ মেনে আমি হেলিপ্যাড, হোটেল কাপড় দিয়ে ঘেরা-সহ যাবতীয় পরিকাঠামো গড়ে দিয়েছি।”
মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সবদিক খতিয়ে দেখতে বৃহস্পতিবার মেদিনীপুরে পুলিশের এক বৈঠক হয়েছে। তড়িঘড়িই এই বৈঠক হয়েছে বলে পুলিশের এক সূত্রে খবর। সূচি অনুযায়ী, আজ, শুক্রবার ঘাটাল ও চন্দ্রকোনার সংযোগস্থল ক্ষেত্রপালে মমতা সভা করবেন। সেই মতো প্রস্তুতি সারা হয়েছে। বৃহস্পতিবার ঘাটালে এসে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলের জেলা সভাপতি অজিত মাইতি। সভাস্থলও ঘুরে গিয়েছেন।অজিত বলেন, “প্রকৃতির উপর আমাদের হাত নেই। তবে মুখ্যমন্ত্রীর সভা হচ্ছেই। লোকও হবে প্রচুর।”
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
কাল, শনিবার দাঁতন- ১ এর মনোহরপুর এবং ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে সভা করার কথা রয়েছে মমতার। মনোহরপুর এলাকাটি কেশিয়াড়ি বিধানসভার অন্তর্গত। গত পঞ্চায়েত নির্বাচনে কেশিয়াড়িতে তৃণমূলের ফল খারাপ হয়েছে। ঘাসফুল ঝরে গিয়ে বিস্তীর্ণ অঞ্চলে পদ্মফুল ফুটেছে। সভা শেষে সেই খড়্গপুরেই ফিরবেন মমতা। পরশু, রবিবার বেলপাহাড়ি এবং গোয়ালতোড়ে সভা করার কথা মুখ্যমন্ত্রীর। দলের এক সূত্রে খবর, বেলপাহাড়ির সভাটি আগে হতে পারে। পরে গোয়ালতোড়ের সভাটি হবে। রবিবারও সভা শেষে খড়্গপুরে ফেরার কথা তাঁর। সোমবার সকালে তাঁর খড়্গপুর ছাড়ার কথা। জেলা তৃণমূলের এক নেতা মানছেন, ‘‘সোমবার সকালে খড়্গপুর ছাড়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।’’ দলের এক সূত্রে খবর, পরে ফের একদফায় নির্বাচনী প্রচারে পশ্চিম মেদিনীপুরে আসতে পারেন মুখ্যমন্ত্রী। ‘শহুরে’ ভোট ধরে রাখতে শহর মেদিনীপুরে পদযাত্রা করতে পারেন তিনি। বৃহস্পতিবার রাতেই খড়্গপুরে পৌঁছনোর কথা মমতার।