সবংয়ে সিপিএমের কর্মিসভায় তরুণ রায়
কংগ্রেসের প্রার্থী তালিকা এখনও প্রকাশিত হয়নি। তবে সময় নষ্ট না করে সবংয়ের সম্ভাব্য কংগ্রেস প্রার্থীর সমর্থনে কর্মিসভা করল সিপিএম। ছিলেন প্রশাসনিক কার্যালয় সংলগ্ন ময়দানে ওই কর্মিসভায় উপস্থিত ছিলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক তরুণ রায়, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হরেকৃষ্ণ সামন্ত, জোনাল সম্পাদক চন্দন গুছাইত প্রমুখ। সভায় সবংয়ের ১৩টি পঞ্চায়েতের সিপিএম কর্মীরাও।
এ দিনের কর্মিসভায় ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক শক্তির সমর্থনে প্রচারের বার্তা দেওয়া হয়। সিপিএমের জেলা সম্পাদক তরুণবাবু বলেন, “কংগ্রেসের সঙ্গে জোট বা সমঝোতা যা-ই হোক সেখানে তৃণমূলকে হারাতে আমাদের মুখ্য ভূমিকা নিতে হবে। কংগ্রেসের সঙ্গে বাম শক্তি মিলিত হলে তৃণমূল মুখ থুবড়ে পড়বে।” সবংয়ে কংগ্রেস প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে। কংগ্রেসের এক সূত্রে খবর, প্রার্থীর নাম না ঘোষণা হলেও সবংয়ে মানস ভুঁইয়া লড়বেন, তা নিশ্চিত। অনেক জায়গায় মানসবাবুর নামে দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে।
সিপিএমের এক সূত্রে খবর, সবংয়ে কংগ্রেস প্রার্থীর সমর্থনে জোরকদমে প্রচার শুরুর বার্তা দিতেই এ দিনের কর্মিসভার আয়োজন করা হয়। এই প্রসঙ্গে সবংয়ের বিদায়ী বিধায়ক মানসবাবু বলেন, “প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি। তবে এই কেন্দ্রে যে কংগ্রেস লড়াই করবে তা জানিয়ে দেওয়া হয়েছে। এই কর্মিসভা করার জন্য সিপিএম নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি।” দিন কয়েক আগেও সবংয়ে সিপিএমের বিরুদ্ধে সরব হতেন কংগ্রেস নেতা-কর্মীরা। আসন্ন নির্বাচনে বামেদের সমর্থন নিয়ে ভোটে লড়া প্রসঙ্গে মানসবাবু বলছেন, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ও সমাজের প্রয়োজনে পথ বদলায়। পরিবর্তিত পরিস্থিতিতে এখন গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বামপন্থীরা এগিয়ে এসেছে এটা বাংলার ইতিহাসে নতুন দিকনির্দেশ করছে। এটা আমরা সকলে মেনে নিয়েছে।”
এ দিন সিপিএমের কর্মিসভায় বুথস্তর থেকে প্রচারে জোর দিতে নির্দেশ দেওয়া হয়। আগামী ২০ মার্চের মধ্যে সবংয়ের প্রতিটি বুথের মানুষের কাছে তৃণমূল বিরোধী শক্তিকে সমর্থন করার বার্তা নিয়ে যাওয়ার কথাও বলা হয়। বুথ কমিটি বুথে-বুথে কর্মিসভা করবে বলে ঠিক হয়েছে। হবে পাড়া বৈঠকও। কর্মিসভায় সিপিএমের জেলা সম্পাদক তরুণবাবু বলেন, “স্বৈরাচারী, দুর্নীতিপরায়ণ তৃণমূল সরকারকে হটানো প্রয়োজন। তাই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে নিজেদের ভোট নিজেরা দিন।’’ সিপিএমের জোনাল সম্পাদক চন্দন গুছাইত বলেন, “আমরা বুথস্তর থেকে প্রচারে জোর দিচ্ছি। গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ জোটের সমর্থনে
প্রচার চলবে।”