দিলীপ ঘোষ। ফাইল ছবি।
জনজাতির তালিকাভুক্তির দাবিতে কুড়মি সমাজ (পশ্চিমবঙ্গ)-সহ একাধিক কুড়মি সংগঠনের ডাকা ‘ঘাঘর ঘেরা’ আন্দোলন চলছে ঝাড়গ্রামে। সেখানে এ বার বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। কুড়মি সমাজের তরফে তাঁকে জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রবিবার বিকেলে দলীয় কাজে লালগড় যাচ্ছিলেন দিলীপ। পথে বামাল এলাকায় কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। স্থানীয় সূত্রে খবর, বিক্ষোভের মুখে দিলীপের কাছে জানতে চাওয়া হয়, তিনি কুড়মি সমাজের জন্য কী করেছেন? সেই সময় দিলীপ জানান, তিনি কুড়মি সমাজের বহু মানুষকে নানা ভাবে সহযোগিতা করেছেন। আন্দোলনের সময় তাঁদের চাল, ডাল দিয়েছেন।
মেদিনীপুরের সাংসদ দিলীপের এই দাবির তীব্র বিরোধিতা করেছে কুড়মি সমাজ। কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেন, ‘‘২৪ ঘণ্টার মধ্যে সাংসদ যদি প্রকাশ্যে না জানান, তিনি কাকে সহযোগিতা করেছেন, তাঁকে ঘাঘর ঘেরা করা হবে। পাশাপাশি জঙ্গলমহলে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।’’