karam parab

করম পরবে ছুটির নির্দেশিকায় কুড়মি সমাজে অসন্তোষ

করম পরবের সরকারি ছুটির নির্দেশিকা ঘিরে  ‘অসন্তুষ্ট’  কুড়মি সম্প্রদায়। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২০ ০৪:২৩
Share:

করম পরবে

করম পরবের সরকারি ছুটির নির্দেশিকা ঘিরে ‘অসন্তুষ্ট’ কুড়মি সম্প্রদায়।

Advertisement

রাজ্যে তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পরে প্রতি বছর করম পরবের দিনে ‘সেকশনাল হলি ডে’ ঘোষণা করা হয়। রাজ্যের অর্থ ও অডিট দফতরের পক্ষ থেকে গত ১৭ অগস্ট সম্প্রদায়ভিত্তিক ওই ছুটির নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আগামী ২৯ অগস্ট করম পুজো উপ‌লক্ষে আদিবাসী সম্প্রদায়ভুক্ত রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের অধীনস্থ ও নিয়ন্ত্রণে থাকা সংস্থার কর্মীরা ওই ছুটি পাবেন। এমন নির্দেশিকায় ক্ষুব্ধ জঙ্গলমহলের কুড়মি সম্প্রদায়। এ ব্যাপারে অর্থ দফতরে চিঠি পাঠিয়ে নির্দেশিকা বদলের দাবি জানিয়েছেন ‘কুড়মি সমাজ, পশ্চিমবঙ্গ’-এর সভাপতি রাজেশ মাহাতো। তিনি বলেন, ‘‘এখনও কুড়মিরা আদিবাসী তালিকাভুক্ত হননি। করম পুজো কুড়মিদের গণউৎসব। অথচ করম পুজোর সরকারি ছুটির নির্দেশিকায় কুড়মি সম্প্রদায়ের কোনও উল্লখই নেই।’’ গত বছরও সরকারি ছুটির নির্দেশিকায় কুড়মি সম্প্রদায়ের উল্লেখ ছিল না। রাজেশের অভিযোগ, ছুটির নির্দেশিকায় কুড়মিদের উল্লেখ না থাকায় গত বছরও কুড়মি সম্প্রদায়ের সরকারি কর্মীরা সকাল থেকে করম পরবে যোগ দিতে পারেননি। এবারও সেই একই পুনরাবৃত্তি। জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলার পাশাপাশি, রাজ্যের নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং উত্তরবঙ্গে বসবাসকারী কুড়মিদের অন্যতম গণউৎসব হল করম। ভাদ্র মাসের পার্শ্ব একাদশীর সন্ধ্যায় করম গাছের ডাল পুঁতে করম পুজো করেন কুমারীরা। সমৃদ্ধি ও সন্তান কামনায় করম পুজো করা হয়।

ঝাড়গ্রামের বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক সুব্রত মুখোপাধ্যায় জানাচ্ছেন, কুড়মিদের পাশাপাশি, আদিবাসী মুন্ডা, ভূমিজ ও বৈগারাও এই সময়ে করম পুজো করেন। তবে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের করম (কারাম) পরবটি অগ্রহায়ণ মাসে হয়। সুব্রতের কথায়, ‘‘সেই দিক থেকে দেখলে কুড়মিদেরই অন্যতম গণ উৎসব হল করম পরব।’’

Advertisement

কুড়মি সম্প্রদায়ের দাবি, স্বাধীনতার আগে পর্যন্ত তাঁরা আদিবাসী তালিকাভুক্ত ছিলেন। কিন্তু স্বাধীনতার পরে তাঁদের তফসিলি জনজাতির তালিকা থেকে বাদ দেওয়া হয়। কুড়মিদের তফসিলি জনজাতির তালিকাভুক্তির দাবিতে বিভিন্ন কুড়মি সংগঠন বহুদিন ধরে আন্দোলন করছে। অথচ কুড়মিদের উৎসবের জন্য সরকারি ছুটির বিজ্ঞপ্তিতে কুড়মি সম্প্রদায়ের উল্লেখই নেই।

আদিবাসী কুড়মি সমাজের নেতা পুরুলিয়াবাসী অজিতপ্রসাদ মাহাতো বলছেন, ‘‘গতবার আমরা দৃষ্টি আকর্ষণের পরেও সেই একই ভুল হল। উৎসবের দিনে পথে নেমেই এবার প্রতিবাদ করব আমরা।’’

সূত্রের খবর, সরকারি ছুটির বিজ্ঞপ্তি জারির পরে পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী শান্তিরাম মাহাতো গত ২০ অগস্ট মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে কুড়মি সম্প্রদায়ের ক্ষেত্রেও করম পুজোর ছুটি প্রযোজ্য করার অনুরোধ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement