আলকাপের কবিপ্রণাম

‘কবিপ্রণাম-১৪২২’ উদ্‌যাপন করল খড়্গপুর গ্লোবাল অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস। রবিবার এই নাট্যদলের মহলাকক্ষে সংস্থার শিক্ষার্থীরা রবীন্দ্র কবিতা আবৃত্তি করেন। আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন লীনা গোপ ও দেবাশিস চক্রবর্তী। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন, রবীন্দ্রসাহিত্যে নারী-র মতো পাঁচটি বিষয়ে আলোচনাসভারও আয়োজন ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০১:৩২
Share:

‘কবিপ্রণাম-১৪২২’ উদ্‌যাপন করল খড়্গপুর গ্লোবাল অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস। রবিবার এই নাট্যদলের মহলাকক্ষে সংস্থার শিক্ষার্থীরা রবীন্দ্র কবিতা আবৃত্তি করেন। আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন লীনা গোপ ও দেবাশিস চক্রবর্তী। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন, রবীন্দ্রসাহিত্যে নারী-র মতো পাঁচটি বিষয়ে আলোচনাসভারও আয়োজন ছিল। উপস্থিত ছিলেন আইআইটি-র অধ্যাপক পবিত্র শাণ্ডিল্য, সাহিত্যিক নন্দদুলাল রায়চৌধুরী, মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement