ফাইল চিত্র।
পর্যটন শহর ঝাড়গ্রামে ‘সেলফি-পার্ক’ গড়বে ঝাড়গ্রাম পুরসভা। সেখানে থাকবে ফ্রি ওয়াইফাই পরিষেবা।
পুরসভা সূত্রের খবর, রেল স্টেশন লাগোয়া পুরসভার পর্যটন তথ্যকেন্দ্রের কাছে ও অরণ্যশহরের একলব্য সরণির ধারে দু’টি সেলফি পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝাড়গ্রামের পর্যটন বিষয়ক থিমের উপর পার্ক দু’টি তৈরি করা হবে। পুরসভা সূত্রের খবর, সেলফি পার্কে ফাইবার গ্লাসের তৈরি কৃত্রিম পাহাড়, জঙ্গল ও স্থানীয় জীববৈচিত্র্যের মডেল থাকবে। থাকবে বসার ব্যবস্থাও। রাতের জন্য থাকবে উপযুক্ত আলো। পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মলয় বন্দ্যোপাধ্যায় দু’টি সেলফি পার্কের নকশা তৈরি করেছেন। ওই নকশা অনুযায়ী তৈরি হবে পার্ক দু’টি। সেখানে লেখা থাকবে ‘আই লাভ ঝাড়গ্রাম’। আগামী জানুয়ারিতেই দু’টি পার্কের কাজ শুরু হওয়ার কথা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, পর্যটন শহর ঝাড়গ্রামকে পর্যটকদের কাছে আরও বেশি করে আকর্ষণীয় করে তোলার জন্যই এমন উদ্যোগ সেই সঙ্গে বেড়াতে আসা পর্যটকদের মাধ্যমে ঝাড়গ্রামকে আরও বেশি প্রচারে আনাটাও পুরসভার উদ্দেশ্য। বিশেষত, সেলফি পার্কে তোলা পর্যটকদের নিজস্বী সামাজিক মাধ্যমে পোস্ট হলে ঝাড়গ্রামের সঙ্গে আরও বহু মানুষের পরিচয় ঘটবে। ঝাঁসি ও ভোপালে পর্যটকদের জন্য সেলফি পার্ক রয়েছে। বিদেশেরও অনেক জায়গায় সেলফি পার্ক রয়েছে। ঝাড়গ্রাম জেলায় এই প্রথমবার সেলফি পার্ক তৈরি হচ্ছে। পুরসভা সূত্রের খবর, এক একটি সেলফি পার্কে একসঙ্গে অনেকজন ছবি তুলতে পারবেন। কংক্রিটের উঁচু সুদৃশ্য অঙ্গনে ফাইভার গ্লাসের বিভিন্ন মডেল দিয়ে সাজা হবে ওই সেলফি পার্ক। থাকবে বসার জায়গা। আশেপাশে নানা ধরনের গাছও রোপণ করা হবে।
পুরপ্রশাসক সুবর্ণ রায় জানান, ‘‘পর্যটকদের জন্য শীঘ্রই দু’টি সেলফি পার্ক তৈরির কাজ শুরু হবে। সেখানে দাঁড়িয়ে পর্যটকেরা নিজস্বী তুলতে পারবেন।’’ পুর-প্রশাসকের দাবি, এখন সমাজ মাধ্যমে যে কোনও বিষয় দ্রুত প্রচার হয়। সেলফি পার্ক হলে পর্যটকদের মাধ্যমে ঝাড়গ্রাম সম্পর্কে আরও বেশি সংখ্যক মানুষকে আগ্রহী করে তোলার সম্ভাবনা রয়েছে।