মহড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগে ঝাড়গ্রামের পুকুরিয়ার তৈরি নতুন হেলিপ্যাডে হেলিকপ্টার নামল শুক্রবার। ছবি: দেবরাজ ঘোষ
তোরণে-আলোর মালায় সেজে উঠছে অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম।
আগামী ৪ এপ্রিল নতুন জেলা ঝাড়গ্রামের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার তিনদিনের সফরে পশ্চিম মেদিনীপুরে আসছেন তিনি। কাল, রবিবার তাঁর মেদিনীপুরে পৌঁছনোর কথা। সোমবার খড়্গপুরে একাধিক কর্মসূচি রয়েছে। শুরুতে প্রশাসনিক বৈঠক। পরে প্রশাসনিক সভাও হবে। পরদিন অর্থাৎ, মঙ্গলবার ঝাড়গ্রামেও প্রশাসনিক সভা হবে। এই সভা থেকেই ঝাড়গ্রামকে নতুন জেলা হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।
দু’টি প্রশাসনিক সভা থেকেই একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জেলা সফর উপলক্ষ্যে বিভিন্ন এলাকাতেই ফ্লেক্স ঝোলানো হবে। ঝাড়গ্রামের একাধিক জায়গাতেও তোরণ তৈরি করা হচ্ছে। পাশাপাশি, বিভিন্ন এলাকা আলো দিয়ে সাজানো হবে। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “ঝাড়গ্রামের উড়ালপুলটিও আলো দিয়ে সাজানো হবে। শহরের আরও বেশ কিছু এলাকা আলো দিয়ে সাজানো হবে।”
আলোর রঙ কী নীল- সাদা? জেলা প্রশাসনের ওই কর্তার জবাব, “নীল- সাদা হলে মন্দ কি! এই রং তো দেখতে বেশ ভাল লাগে!” অরণ্যশহরের বেশ কিছু এলাকায় ওই দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠান করবেন জঙ্গলমহলের লোকশিল্পীরাই। পরিবেশিত হবে ছৌ, ঝুমুর প্রভৃতি। জেলা প্রশাসনের এক কর্তার কথায়, “নতুন জেলা ঘোষণার দিনটিকে স্মরণীয় করে রাখতেই বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে। ওই দিন ঝাড়গ্রাম শহরকে এক অন্য রূপেই দেখা যাবে।”