Suicide

ঝাড়গ্রামে নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী স্ট্র্যাকো জওয়ান

পুলিশ সূত্রে খবর, মিথিলেশের বাড়ি হুগলির মগরা থানার অন্তর্গত মাইতিপুরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ২১:০১
Share:

প্রতীকী ছবি।

নিজের বন্দুকের গুলিতে আত্মঘাতী হলেন এক স্ট্র্যাকো জওয়ান। শনিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার অন্তর্গত জিতুশোলের ‘এসএপি’ ৪ নম্বর ব্যাটেলিয়নে। মৃতের নাম মিথিলেশ প্রসাদ (৩০)।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মিথিলেশের বাড়ি হুগলির মগরা থানার অন্তর্গত মাইতিপুরে। এ দিন সকালে তিনি সেন্ট্রিতে ডিউটি করছিলেন। ওই সময় নিজের ইনসাস রাইফেল দিয়ে মুখের নীচে গুলি করেন। মাথা দিয়ে বেরিয়ে যায় গুলি। আওয়াজ পেয়ে ক্যাম্প থেকে ছুটে আসেন মিথিলেশের সহকর্মীরা। তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মিথিলেশকে মৃত বলে ঘোষণা করেন। এ দিন ঝাড়গ্রাম জেলা পুলিশের মর্গে তাঁর ময়নাতদন্ত করা হয়েছে।

ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠৌর জানান, জিতুশোলের এসএপি ৪ নম্বর ব্যাটেলিয়নে মিথিলেশ প্রসাদ নামে এক স্ট্র্যাকো জাওয়ান নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী হয়েছেন। কেন আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: পায়ের ফুটবলই নিজের পায়ে দাঁড় করাল ভাতারের ৫ কন্যাকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement