পানীয় জল প্রকল্পের সূচনা

হাওড়া জেলায় এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে নন্দীগ্রামের নল বাহিত বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তারই নির্দেশে এদিন নন্দীগ্রামেও শিলান্যাসের ফলক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নন্দীগ্রাম শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০০:২৩
Share:

জল প্রকল্পের অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী। বুধবার। নিজস্ব চিত্র

জমি আন্দোলনের মাটিতে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল সরবরাহ হবে। পরিকল্পনা ছিল। অবশেষে প্রকল্পের কাজের সূচনা হল বুধবার।

Advertisement

এ দিন হাওড়া জেলায় এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে নন্দীগ্রামের নল বাহিত বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তারই নির্দেশে এদিন নন্দীগ্রামেও শিলান্যাসের ফলক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা পরিবহণ এবং পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই পানীয় জল প্রকল্পের জন্য ৮১১ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয় করবে রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারগরি বিভাগ। সূত্রের খবর, তিন বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে নন্দীগ্রামে একাধিক জায়গায় পাম্পিং স্টেশন এর শিলান্যাস করে গিয়েছিলেন পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তখনই নন্দীগ্রামে নল বাহিত পানীয় জল সরবরাহ প্রকল্প চালুর জন্য আবেদন জানিয়েছিলেন শুভেন্দু। তাঁর দাবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছ থেকে অর্থ অনুমোদনের প্রতিশ্রুতি জুটলেও এই প্রকল্প আনতে প্রতিনিয়ত কাঠখড় পোড়াতে হয়েছে। প্রসঙ্গত, নন্দীগ্রামে এই প্রকল্প যেখানে হওয়ার কথা ছিল, সেখানে জমি নিয়ে মামলা হয়ে গিয়েছিল। তাই কিছুটা বাধা পায় প্রকল্পের কাজ। জনস্বাস্থ্য দফতর সূত্রের খবর, রূপনারায়ণ নদ থেকে জল তুলে পাম্পিং স্টেশন মারফত নন্দীগ্রাম-১ ও ২ ব্লক, চণ্ডীপুর, নন্দকুমার ব্লকে বাড়ি বাড়ি জল সরবরাহ করা হবে। এ দিন অন্যদের মধ্যে স্থানীয় সাংসদ দিব্যেন্দু অধিকারী, জেলাশাসক পার্থ ঘোষ সহ বিভাগীয় আধিকারিক এবং ইঞ্জিনিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement