Jhargram

প্রায় ১৮ লক্ষ টাকার ১০৬টি মোবাইল উদ্ধার করে ফেরাল ঝাড়গ্রাম পুলিশ

ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে পাশাপাশি জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ড থেকে ফোনগুলি উদ্ধার করে নিয়ে আসে জেলা পুলিশের একটি বিশেষ দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ২৩:৩৫
Share:

শুক্রবার ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনের একটি অনুষ্ঠানে মোবাইল ফোনগুলি আসল মালিকদের কাছে তুলে দেওয়া হয়। —নিজস্ব চিত্র।

চুরি যাওয়া ও হারানো ১০৬টি মোবাইল ভিন্‌ রাজ্য থেকে উদ্ধার করে তা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। শুক্রবার ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনের একটি অনুষ্ঠানে করোনাবিধি মেনে মোবাইল ফোনগুলি আসল মালিকদের কাছে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মোবাইলগুলির আনুমানিক বাজারদর প্রায় ১৮ লক্ষের কাছাকাছি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে পাশাপাশি জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ড থেকে ফোনগুলি উদ্ধার করে নিয়ে আসে জেলা পুলিশের একটি বিশেষ দল। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘২০১৯ সালে ‘প্রত্যাবর্তন’ কর্মসূচি শুরু হয়। ২০১৯ সালে ৫৮০টি মোবাইল উদ্ধার করে সেগুলি আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ৬০ লক্ষ ৭৫ হাজার টাকা। ২০২০ সালে ২৫৭টি মোবাইল ফেরত দেওয়া হয়। যার আনুমানিক প্রায় ৪৫ লক্ষ টাকার ছিল। চলতি বছরে ১০৬ টি মোবাইল ফিরিয়ে দেওয়া হল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement