জমি নিয়ে মারধরে জখম তৃণমূল কর্মী

খাস জমি নিয়ে বিবাদের জেরে জখম হলেন চার তৃণমূল কর্মী-সমর্থক। শনিবার সকালে নারায়ণগড়ের নারমা পঞ্চায়েত এলাকার ঘটনা। এ দিন সকালে মদনমোহনচক বাজার সংলগ্ন এলাকায় একটি মোটর গাড়ি কারখানার সামনে খাস জায়গা নিয়ে গোলমাল বাধে। ওই জমিতে বাড়ি করছিলেন তৃণমূল কর্মী গোবিন্দ দুয়ারি। সমৃদ্ধ সিংহের নেতৃত্বে একদল যুবক বাধা দিলে উত্তেজনা ছড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগড় শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০১:৪২
Share:

খাস জমি নিয়ে বিবাদের জেরে জখম হলেন চার তৃণমূল কর্মী-সমর্থক। শনিবার সকালে নারায়ণগড়ের নারমা পঞ্চায়েত এলাকার ঘটনা। এ দিন সকালে মদনমোহনচক বাজার সংলগ্ন এলাকায় একটি মোটর গাড়ি কারখানার সামনে খাস জায়গা নিয়ে গোলমাল বাধে। ওই জমিতে বাড়ি করছিলেন তৃণমূল কর্মী গোবিন্দ দুয়ারি। সমৃদ্ধ সিংহের নেতৃত্বে একদল যুবক বাধা দিলে উত্তেজনা ছড়ায়। দু’পক্ষের হাতাহাতির সময়ে জখম হন গোবিন্দ দুয়ারি-সহ চার জন। তাঁদের মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তিনজনকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়। সম্বৃদ্ধও এক সময় তৃণমূল কর্মী ছিলেন। লোকসভা নির্বাচনের পর থেকে দলের সঙ্গে দূরত্ব বাড়ে। তৃণমূলের ব্লক সভাপতি মিহির চন্দ অবশ্য বলেন, “নিজেদের খাস জমিতে বাড়ি বানাচ্ছিল গোবিন্দরা। সেই সময় সিপিএমের আশ্রিত দুষ্কৃতী সমৃদ্ধ সিংহ তাঁদের উপর হামলা চালায়।” অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। নারায়ণগড় থানায় মোট আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। পুলিশ সুবীর সিংহ নামে এক জনকে ধরেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement