জেলাশাসকের সঙ্গে দেখা করার পরে কুনার হেমব্রম। নিজস্ব চিত্র
অবশেষে জেলাশাসকের সঙ্গে দেখা হল ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রমের।
বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামে প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয়ের বিষয়ে জেলাশাসক আয়েষা রানির সঙ্গে কথা বলতে জেলা কালেক্টোরেটে যান সাংসদ। মিনিট কুড়ি কথা হয় তাঁদের মধ্যে। গত ৩ জুলাই ‘অপমানে’র প্রতিবাদে জেলা কালেক্টোরেটে ধর্নায় বসেছিলেন কুনার। তাঁর দাবি ছিল, সাংসদ তহবিলের কাজের অগ্রগতির বিষয়ে জানতে চেয়ে আগাম সময় নিয়ে গত ২ জুলাই জেলাশাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। দেখা না পেয়ে পরেরদিন বসেছিলেন ধর্নায়। এ দিন ফের জেলাশাসকের সঙ্গে দেখা করার আগাম সময় চান সাংসদ। এ বার অবশ্য দেখা হয়েছে। কথাও হয়েছে প্রায় ২০ মিনিট। জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে সাক্ষাৎ শেষে কুনার বলেন, ‘‘কেন্দ্রীয় বিদ্যালয়ের জমি চিহ্নিত করে রাখা হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন। জেলা প্রশাসনের তরফে কেন্দ্রীয় বিদ্যালয় গড়ার জন্য প্রস্তাব পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলাশাসক।’’
গত বছর লোকসভায় ঝাড়গ্রামে একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের দাবি করেছিলেন সাংসদ। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক সম্প্রতি সাংসদকে চিঠি দিয়ে জানান, জেলা প্রশাসন বা রাজ্যের তরফে এমন কোনও প্রস্তাব তাঁর দফতরে এসে পৌঁছয়নি। এরপরই এদিন জেলাশাসকের সঙ্গে দেখা করার জন্য আগাম সময় চান সাংসদ। প্রশাসন সূত্রের খবর, কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য জমি চিহ্নিত করে রাখা হয়েছে বলে সাংসদকে জানান জেলাশাসক। এদিন জেলাশাসক সাংসদকে আরও জানান, সাংসদ তহবিলের উন্নয়ন কাজগুলি চলছে। সেই সংক্রান্ত নথি গত মঙ্গলবারই প্রশাসনের পক্ষ থেকে সাংসদের দফতরে পাঠানো হয়েছে।
সাংসদের দাবি, এদিন তিনি করোনা নিয়েও জেলাশাসকের কাছে জানতে চান, জবাবে জেলাশাসক তাঁকে জানান, করোনা হাসপাতালে মাত্র একজন চিকিৎসাধীন আছেন। সেই সঙ্গে সাংসদের দাবি, জেলাশাসক তাঁকে জানিয়েছেন, করোনা সম্পর্কিত বিষয়ে জেলাস্তর থেকে তথ্য দেওয়া সম্ভব নয়। এ সংক্রান্ত যাবতীয় তথ্য রাজ্য থেকেই দেওয়া হচ্ছে।
উচ্চমাধ্যমিকের ফলাফল সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে রেজিস্টার করুন এখানে