ছবি: সংগৃহীত
খসড়া তালিকায় অপরিবর্তিত থাকল চুড়ান্ত তালিকাতেও।
আগামী পুরভোটে মহিলা এবং তফসিলি প্রার্থীদের আসন সংরক্ষণের চুড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে সোমবার। তাতে দেখা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের তিন পুরসভা— তমলুক, কাঁথি এবং এগরায় আসন সংরক্ষণের ক্ষেত্রে খসড়া তালিকাই অপরিবর্তিত রয়েছে।
জেলা পুর নির্বাচন দফতর সূত্রের খবর, তমলুক পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে ২, ৩, ৬, ৯, ১২, ১৬, ১৯ নম্বর ওয়ার্ড মহিলাদের এবং ১৫ নম্বর ওয়ার্ড তফসিলি প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে। কাঁথি পুরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ৩, ৬, ৯, ১২, ১৫ এবং ২০ নম্বর ওয়ার্ড মহিলাদের জন্য, ১৬ নম্বর ওয়ার্ড তফসিলি মহিলাদের জন্য এবং ১৭ নম্বর তফসিলি প্রার্থীর জন্য সংরক্ষিত হয়েছে। একই ভাবে এগরা পুরসভার ১৪টি আসনের মধ্যে ২, ৫, ১০, ১৩ নম্বর ওয়ার্ড মহিলাদের জন্য, ৯ নম্বর ওয়ার্ড তফসিলি মহিলাদের জন্য এবং ৬ নম্বর ওয়ার্ড তফসিলি প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে।
এ দিন জেলার তিন পুরসভার আসন সংরক্ষণের চুড়ান্ত তালিকা প্রকাশের পরেই প্রার্থী বাছাই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিজেপি’র তমলুক জেলা সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘‘আসন সংরক্ষণের চুড়ান্ত তালিকা প্রকাশের আগেই আমরা পুরসভার ভোটের প্রচার শুরু করে দিয়েছিলাম। এবার দলের রাজ্য নেতৃত্বের নির্দেশিকা পেলেই প্রার্থী বাছাই করা হবে।’’ তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী অবশ্য বলেন, ‘‘পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত দলের প্রার্থী বাছাই হচ্ছে না। এখন স্থানীয় স্তরে সাংগঠনিক কাজকর্ম করা হচ্ছে।’’
পুরসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও তমলুক পুরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল এবং বিজেপি প্রার্থীদের নামের জায়গা খালি রেখেই দেওয়াল লিখছে। জেলার তিন পুরসভাতেই গতবার পুরসভা ভোটে নিরঙ্কুশভাবে জিতে ক্ষমতা দখল করেছিল তৃণমূল। কিন্তু গত লোকসভা নির্বাচনে ভোটপ্রাপ্তির নিরিখে এগরা ও তমলুক পুরসভায় তৃণমূলকে টক্কর দিয়েছে বিজেপি। তাই এবার পুরসভা ভোটে তমলুক, এগরা পুরসভায় জোরদার লড়াইয়ের সম্ভবনা ধরে দু’পক্ষই প্রস্তুতি নিচ্ছে। সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, ‘‘পুরসভার ভোটে লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। কংগ্রেসের সাথে যৌথভাবে লড়াই করার জন্য দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে।’’
নয়া ওয়ার্ড বিন্যাস
তমলুক:
• ওয়ার্ড: ২০ (তফসিলি সংরক্ষিত: ১৫ নম্বর, মহিলা সংরক্ষিত: ২, ৩, ৬, ৯, ১২, ১৬, ১৯ নম্বর)
কাঁথি:
• ওয়ার্ড: ২১ (তফসিলি সংরক্ষিত: ১৬, ১৭ নম্বর, মহিলা সংরক্ষিত: ৩, ৬, ৯, ১২, ১৫, ২০ নম্বর)
এগরা:
• ওয়ার্ড: ১৪ (তফসিলি সংরক্ষিত: ৬, ৯ নম্বর,
মহিলা সংরক্ষিত: ২, ৫, ১০, ১৩ নম্বর)