প্রতীকী ছবি।
কয়েকদিন আগে কোলাঘাট ব্লকের জফুলি মৌজায় চাষের জমিতে ভেড়ি তৈরির প্রতিবাদে ভেড়িমালিককে তাড়া করেছিলেন জমি দিতে অনিচ্ছুক কৃষকরা। ফের একই ঘটনা ঘটল রবিবার সকালে কোলঘাটে।
স্থানীয় সূত্রে খবর, কোলাঘাট ব্লকের উত্তর ও দক্ষিণ সাগরবাড় এবং সারদাবসান মৌজায় নতুন করে মাছের ভেড়ি তৈরিতে উদ্যোগী হন এক ভেড়িমালিক। সেই মতো এ দিন সকালে লোকজন জমি মাপজোক করতে এসেছিল। সেই সময় গ্রামবাসীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়। খবর পেয়ে পৌঁছে যায় কোলাঘাট থানার পুলিশ। পুলিশ ভেড়ি মালিক-সহ চার জনকে থানায় নিয়ে যায়। সেখানে ভেড়ি মালিক এবং চাষিদের নিয়ে বৈঠক করে পুলিশ। ওই সব মৌজার এক জন কৃষকও জমি দিতে না চাইলে সেখানে ভেড়ি করা যাবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানায় পুলিশ। দক্ষিণ সাগরবাড় গ্রামের কৃষক সীতারাম জানা বলেন, ‘‘এখানে ভেড়ি হলে এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়বে। তাই ভেড়ি করতে দেব না।’’
আরও পড়ুন: উস্তিতে ধৃত হিন্দুত্ববাদী জঙ্গি প্রতাপ হাজরা কালবুর্গি-লঙ্কেশের ঘাতকদের অস্ত্র প্রশিক্ষক