রেলে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।
বৃহস্পতিবার সকালে কোলাঘাট থানার পুলিশ মেচেদা বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম অমিতাভ সিংহ। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবংয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমিতাভ ও তাঁর এক সঙ্গী কোলাঘাট থানার বরনান গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ হাজরা নাকে এক যুবকের সঙ্গে যোগাযোগ করে। দক্ষিণ-পূর্ব রেলে টিটিই পদে চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাঁরা প্রসেনজিতের কাছে ১১ লক্ষ টাকা চায় বলে অভিযোগ। শেষ পর্যন্ত ১০ লক্ষ টাকায় রফা হয়। এ জন্য কয়েক মাস আগে প্রসেনজিৎ প্রথম দফায় ৪ লক্ষ টাকা অমিতাভকে দেয় বলে অভিযোগ। এরপর তাঁকে একটি চিঠি দিয়ে ডেকে হাওড়ার বেলুড় স্টেশনের কাছে একটি জায়গায় প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রসেনজিতের অভিযোগ, ‘‘গত ফেব্রুয়ারি মাসে ওই চাকরির নিয়োগপত্র দেওয়ার আগে আমার কাছ থেকে বাকি ৬ লক্ষ টাকা চাওয়া হয়। প্রথমে আমাকে দক্ষিণ-পূর্ব রেলে চাকরি দেওয়ার কথা বলা হলেও পরে জানানো হয় পূর্ব রেলে চাকরি দেওয়া হবে। এতে আমার সন্দেহ হয়।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমিতাভ ও তাঁর এক সঙ্গীর নামে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেন প্রসেনজিৎ। এরপর অমিতাভকে বাকি টাকা দেওয়ার কথা বলে ডাকা হয়। বৃহস্পতিবার সকালে মেচেদায় প্রসেনজিতের কাছে টাকা নেওয়ার জন্য আসে অমিতাভ। সেই সময় কোলাঘাট থানার পুলিশ সেখানে গিয়ে অমিতাভকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত অমিতাভকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের বাকিদের ধরার চেষ্টা চলছে।