Elephant

শিশুকন্যা ও মাকে পিষে মারল হাতি

তিনটি হাতি কখনও ঝাড়খণ্ডের চাকুলিয়া বনাঞ্চলে আবার কখনও এ রাজ্যের জামবনি ব্লকের গিধনি রেঞ্জের গোদরাশোল বিটের জঙ্গল এলাকায় ঘোরাফেরা করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৩
Share:

ফাইল চিত্র

হাতির হানায় মৃত্যু হল মা ও শিশুর। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার সীমানা লাগোয়া ঝাড়খণ্ড রাজ্যের চাকুলিয়া থানার গোহালডিহি গ্রামে। বন দফতর ও স্থানীয় সূত্রের খবর, সোমবার ভোর রাতে শবর গ্রামে ঢুকে পড়েছিল তিনটি হাতির দল। একের পর এক বাড়ি ভাঙচুর করতে থাকে হাতিরা। বাড়ির উঠোনে দু’টি হাতি চলে আসায় প্রাণ বাঁচাতে তিন বছরের মেয়ে দিশা শবরকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন তার মা কল্যাণী শবর (২৮)। আর একটি হাতির সামনে পড়ে যান কল্যাণী। হাতিটি দিশা ও কল্যাণীকে শুঁড়ে তুলে আছড়ে পিষে দেয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ঘটনার পরে মৃতদেহের কাছে ঘন্টা দু’য়েক হাতিরা দাঁড়িয়ে ছিল। ফলে দেহ উদ্ধারে দেরি হয়। চাকুলিয়া বনক্ষেত্রের বনকর্মীরা এলাকায় গিয়ে গ্রামবাসীর ক্ষোভের মুখেও পড়েন।

Advertisement

তিনটি হাতি কখনও ঝাড়খণ্ডের চাকুলিয়া বনাঞ্চলে আবার কখনও এ রাজ্যের জামবনি ব্লকের গিধনি রেঞ্জের গোদরাশোল বিটের জঙ্গল এলাকায় ঘোরাফেরা করছে। শুক্রবার রাতে গোয়ালডিহি লাগোয়া ঝাড়খণ্ডের মোরাবাঁধি গ্রামে হাতির হানায় বছর পঁয়তাল্লিশের পিকলু শবরের মৃত্যু হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement