Viral video

Jhargram: প্রতিযোগিতার মধ্যেই ফুটবল মাঠে ঢুকে পড়ল হাতি, হুড়োহুড়ি ঝাড়গ্রামে

মাঠে ঢোকার মিনিট দশেক পর জঙ্গলের দিকে পালিয়ে যায় হাতিটি। তার পর শুরু হয় ফুটবল প্রতিযোগিতার ম্যাচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১২:২২
Share:

ঝাড়গ্রামে খেলার মাঠে হাতি। নিজস্ব চিত্র।

লাইট জ্বেলে চলছে রাতের ফুটবল প্রতিযোগিতা। মাঠের ধারে বসে রয়েছেন দর্শকরা। সে সময়ই হঠাৎ মাঠে ঢুকে পড়ে এক হাতি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া ফাঁড়ির লালগেরিয়া বোল মাঠে। গজরাজ আসতেই ফুটবল দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে মিনিট দশেক পর জঙ্গলের দিকে পালিয়ে যায় হাতিটি। তার পর শুরু হয় ফুটবল প্রতিযোগিতার ম্যাচ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ মাঠে ঢুকে পড়ে হাতিটি। যার জেরে হুলস্থুল পড়ে যায় সেখানে। স্থানীয় বাসিন্দা মোহিনীমোহন মাহাতো বলেছেন, ‘‘স্থানীয় একটি ক্লাবের ফুটবল প্রতিযোগিতা বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুরু হওয়ার কথা ছিল। ৬০টি দল অংশ নিয়েছে ওই প্রতিযোগিতায়। হঠাৎ জঙ্গলের দিক দিয়ে একটি হাতি ঢুকে পড়ে খেলার মাঠে। হাতি চলে আসায় তখন ছোটাছুটি শুরু হয়ে যায়। মিনিট দশেকের মধ্যে হাতিটি আবার জঙ্গলের দিকে চলে যাওয়ায় রাত ১০টা নাগাদ শুরু হয় খেলা।’’ পুলিশও জানিয়েছে, খেলার মাঠে হাতি ঢুকে পড়লেও বেশিক্ষণ সেখানে থাকেনি সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement