শীতের রাতে ধান খেতে এসেছিল হাতি। দরজা খুলে তাকে তাড়াতে গিয়ে বাধল বিপত্তি। হাতির আক্রমণে মৃত্যু হল এক বৃদ্ধার। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গোয়ালতোড়ের কাড়াশোল গ্রামে। বন দফতর জানিয়েছে, মৃতের নাম দুখী মাণ্ডি (৬৬)। কাড়াশোল গ্রামের এই এলাকাটি বন দফতরের হুমগড় রেঞ্জের বারমেসিয়া বিটের অন্তর্গত।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত পৌনে এগারোটা নাগাদ ঘরের সামনে রাখা ধানের গাদায় হানা দিয়েছিল হাতিটি। টের পেয়ে দুখী দরজা খুলে তাকে তাড়াতে যান। সেই সময়ই হাতিটি ওই বৃদ্ধাকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে। তাঁর মাথার সামনের অংশ থেতলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। রাতেই বনকর্মীরা গিয়ে মৃতদেহ উদ্ধার করে গোয়ালতোড় থানায় নিয়ে আসেন। মঙ্গলবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বন দফতরের হুমগড় রেঞ্জের অফিসার বাবলু মাণ্ডি বলেন, ‘‘একটি রেসিডেন্সিয়াল হাতি বারমেসিয়া বিটের জঙ্গলে ঘোরাফেরা করছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দেওয়া আছে। খাবারের সন্ধানে জঙ্গল লাগোয়া গ্রামে হাতিটি চলে আসে। এতেই ঘটে দুর্ঘটনা, মৃত্যু হয় এক মহিলার।’’ বন দফতরের নিয়মানুযায়ী মৃতের পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাবে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার।