বক্তা: সবংয়ের নওগায় মানস ভুঁইয়া। নিজস্ব চিত্র
তাঁকে রাজ্যসভার সাংসদ প্রার্থী করেছে তৃণমূল। কিন্তু দিল্লির রাজনীতির আঙিনায় পা রাখলেও সবংয়ের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হবে না, সবংয়ের মাটিকে তিনি ভুলবেন না বলে জানালেন মানস ভুঁইয়া। বৃহস্পতিবার সবংয়ের মাটিতে দাঁড়িয়ে এমনটাই জানালেন এলাকার দীর্ঘ দিনের বিধায়ক মানসবাবু। সেই সঙ্গে তিনি নিশ্চিত, তাঁর যোগ্য প্রতিনিধিকেই সবংয়ের বিধায়ক প্রার্থী হিসাবে বাছাই করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধায়।
এ দিন ব্লকের নওগায় তৃণমূলের অঞ্চল সম্মেলনে যোগ দিতে এসেছিলেন মানসবাবু। এ দিন থেকেই ফের সবংয়ে তৃণমূলের অঞ্চল সম্মেলন শুরু হয়েছে। দলের জেলা নেতৃত্বের নির্দেশে গত ১৩মে দশগ্রামে অঞ্চল সম্মেলন হয়েছিল। সে দিন মানসবাবু উপস্থিত ছিলেন না। পরে মানসবাবুর উপস্থিতিতে অঞ্চল সম্মেলন করার দাবি জানান তাঁর অনুগামীরা। তাই স্থগিত হয়ে গিয়েছিল অঞ্চল সম্মেলন। তারপর এ দিন সব পক্ষকে নিয়ে ফের অঞ্চল সম্মেলন শুরু হল। নতুন-পুরনো বিভেদ ভুলে সকলকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন মানসববাবু। তাঁর কথায়, “সিপিএম ধুয়ে-মুছে গিয়েছে। জগাই-মাধাইদের জন্য কংগ্রেস দলটা শেষ হয়ে যাচ্ছে। এই সুযোগে মাথাচাড়া দিচ্ছে বিজেপির মতো বিভেদকামী শক্তি। সকলে মিলে এই বিভেদকামী শক্তির বিরুদ্ধে
লড়াই করুন।”