উত্তাল দিঘার সমুদ্র। নিজস্ব চিত্র।
ছুটির আমেজে দিঘার হোটেলগুলিতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। উত্তাল সমুদ্রের ঢেউয়ের রূপ দেখতেও ছুটে এসেছিলেন অনেকে। কিন্তু সোমবার রাত থেকে এক নাগাড়ে হওয়া বৃষ্টির জেরে হোটেলে বন্দি থাকতে হচ্ছে পর্যটকদের। একটানা বৃষ্টিতে দিঘা স্টেশন সংলগ্ন রাস্তায় জমেছে জল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। মঙ্গলবারও তা অব্যাহত থাকবে। সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলি ইতিমধ্যেই কিনারায় ফিরে এসেছে।
লকডাউনের বিধিনিষেধ শিথিল হতেই ঘুরতে বেরিয়েছেন ভ্রমণপিপাসু বাঙালিদের একাংশ। বাস চলাচলও প্রায় স্বাভাবিক হওয়ার পর থেকেই দিঘায় পর্যটকদের আনাগোনা অনেকটা বেড়েছে। দিঘা-হাওড়া এক্সপ্রেসও চলছে। ওই ট্রেন রোজ হাওড়া থেকে রওনা দিয়ে দিঘায় এসে পৌঁছচ্ছে সকাল ১০টা ১৫ মিনিটে। স্কুল বন্ধ থাকায় অলিখিত ছুটির আমেজও রয়েছে। দিঘাতেও ভিড় হচ্ছে ভালই।
কিন্তু রবিবার থেকেই দিঘা এবং আশপাশের এলাকার আবহাওয়া প্রতিকূল। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সোমবার কিছু সংখ্যক পর্যটক সমুদ্রস্নানে গিয়েছিলেন। কিন্তু বেলা গড়াতেই বাড়ে প্রশাসনের নজরদারি। সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। সব মিলিয়ে, দিঘায় বেড়াতে এসেও হোটেলে বসে থাকতে হচ্ছে পর্যটকদের। তাই মন তাঁদের কিছুটা হলেও বিষণ্ণ। আবহাওয়া দফতরের ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ততক্ষণ হোটেলে বন্দি হয়ে থাকা ছাড়া উপায় নেই পর্যটকদের।