Cyclone

Cyclone Yaas: জোয়ারে ফুঁসছে দিঘার সমুদ্র, বাঁধ ছাপিয়ে জল ঢুকল গ্রামে

মঙ্গলবার জামড়া, শ্যামপুর, তাজপুর প্রভৃতি এলাকায় সমুদ্র বাঁধ উপচে জল গ্রামে ঢুকতে শুরু করে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের দ্রুত সরায় প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা
দিঘা শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৪:২৩
Share:
Advertisement

জোয়ারের জেরে ফুঁসছে দিঘার সমুদ্র। ইতিমধ্যেই বাঁধ ছাপিয়ে গ্রামে জল ঢুকতে শুরু করেছে আশপাশের গ্রামে। মঙ্গলবার এমনই দৃশ্য দেখা গিয়েছে দিঘায়। সমুদ্রের অস্থিরতা বাড়ার সঙ্গে সঙ্গে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের কপালে আশঙ্কার ভাঁজও গভীর হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকেই ফুলতে শুরু করে সমূদ্রের জল। সেই সঙ্গে বাড়ছে ঝোড়ো হাওয়ার দাপট। মঙ্গলবার ভরা জোয়ার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে। তার আগেই সকাল সাড়ে ১০টা থেকে রামনগর ১ নম্বর ব্লকের জামড়ার শ্যামপুর কাইমা গ্রামে সমুদ্রের বাঁধ উপচে গ্রামের মধ্যে জল ঢুকে পড়ে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও পৌঁছন ঘটনাস্থলে।

Advertisement

রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেই তাজপুর, জলধা-সহ সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। তবে মঙ্গলবার জামড়া, শ্যামপুর, তাজপুর প্রভৃতি এলাকায় সমুদ্র বাঁধ উপচে জল গ্রামে ঢুকতে শুরু করে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের দ্রুত সরায় প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement