TMC

আমপান-দুর্নীতি, খুঁজছে তৃণমূলও

বুথ ধরে ধরে ক্ষতিপূরণ প্রাপকদের নামের তালিকা চেয়ে পাঠাচ্ছেন ব্লক নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২০ ০৩:২৬
Share:

প্রতীকী ছবি

কড়া বার্তা দিয়েছেন দলের জেলা সভাপতি। সেই মতো আমপানের ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় দলের কেউ আছেন কিনা খোঁজ নেওয়া শুরু করল তৃণমূল।

Advertisement

গড়বেতার তিনটি ব্লকেই তৃণমূলের পদাধিকারীরা বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা শুরু করেছেন বলে দলীয় সূত্রে খবর। বুথ ধরে ধরে ক্ষতিপূরণ প্রাপকদের নামের তালিকা চেয়ে পাঠাচ্ছেন ব্লক নেতৃত্ব। কয়েকটি অঞ্চলে দলের অন্দরে খোঁজ নেওয়া শুরু হয়েছে। শুক্রবার গড়বেতার খড়কুশমার সভা থেকে জেলা সভাপতি অজিত মাইতির আমপান-বার্তার পরই ব্যস্ততা বেড়েছে দলের অন্দরে। সভায় অজিতের সতর্কবার্তা ছিল, ‘‘আমপান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার। দলেরই দু’-একজন সেই তালিকায় নিজেদের নাম ঢুকিয়েছেন বলে খবর পেয়েছি। নিজের নামে, স্ত্রীর নামে এসব করবেন না। দল থেকে বের করে দেওয়া হবে, পুলিশ ডেকে গ্রেফতার করিয়ে দেওয়া হবে।’’ এমনকি দলের পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতিদেরও এনিয়ে বৈষম্যমূলক আচরণ করতে নিষেধ করেন জেলা সভাপতি।

অভিযোগ ওঠায় গড়বেতা ৩ (চন্দ্রকোনা রোড) ব্লকের তৃণমূলের একজন প্রধান ইতিমধ্যে ক্ষতিপূরণের টাকা নিয়েও ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন। আবার গড়বেতা ১ ব্লকের আমলাগোড়া অঞ্চলের একটি বুথে তৃণমূল ঘনিষ্ঠ একজন ক্ষতিপূরণের অর্থের ভাগ ফেরত দিতে বাধ্য হন ক্ষতিগ্রস্ত বাড়ির কর্তা ব্লক প্রশাসনে অভিযোগ জানানোয়। আমপানের ক্ষতিপূরণের অর্থে তৃণমূলের অনেকে ভাগ বসাচ্ছে বলে বিরোধীদেরও অভিযোগ। দলের জেলা সভাপতি এনিয়ে কড়া অবস্থান নেওয়ায় দলীয় স্তরে তৎপরতা শুরু হয়েছে গড়বেতা ১, গড়বেতা ২ (গোয়ালতোড়), গড়বেতা ৩ (চন্দ্রকোনা রোড) ব্লক এলাকায়। পঞ্চায়েত ও দলীয় স্তরেও শুরু হয়েছে খোঁজখবর নেওয়া।

Advertisement

গড়বেতা ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা দলের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, ‘‘পঞ্চায়েত স্তরে খোঁজ নিচ্ছি, দলগতভাবেও খবর নিচ্ছি।’’ দলের ব্লকের নবনিযুক্ত কার্যকরী সভাপতি অসীম সিংহরায় বলেন, ‘‘দলীয়স্তরে ব্লকের শৃঙ্খলা রক্ষা কমিটি পঞ্চায়েত স্তরে তদন্ত করে দেখবে এই বিষয়টি।" খড়কুশমার সভায় ব্লকের এই দুই নেতার নাম করে তাঁদের বিষয়টি দেখার জন্য বলে যান অজিত মাইতি। গোয়ালতোড় ব্লকে প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু হয়েছে আমপানের ক্ষতিপূরণের অর্থ নিয়ে কোনও অভিযোগ উঠছে কিনা। তৃণমূলের পক্ষ থেকেও খবর নেওয়া হচ্ছে। ব্লক সভাপতি ভাস্কর চক্রবর্তী বলেন, ‘‘পঞ্চায়েত স্তর থেকে ক্ষতিপূরণের তালিকা খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। অপ্রয়োজনে কেউ ক্ষতিপূরণের টাকা তুলেছে কিনা তা দলগতভাবে দেখা হচ্ছে।’’

চন্দ্রকোনা রোড ব্লকে তৃণমূলের কার্যকরী সভাপতি রাজীব ঘোষ সামনে থেকে জেলা সভাপতির বার্তা শুনেছেন। রাজীব বলেন, ‘‘অঞ্চল ও বুথস্তরে আগেই তালিকা খতিয়ে দেখা হয়েছে। নজরে তেমন কিছু আসেনি। বিক্ষিপ্তভাবে যদি কিছু থাকে তাহলে ফেরতের ব্যবস্থা করব।’’ পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিংহও বলেন, ‘‘অঞ্চল ও পঞ্চায়েত সমিতির মাধ্যমে একদফা তদন্ত হয়েছে, আরও খুঁটিয়ে দেখা হচ্ছে, অপ্রয়োজনে টাকা নিলে ব্যবস্থা নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement