সাংস্কৃতিক অনুষ্ঠান

‘মেঘমালা’ সঙ্গীত প্রতিষ্ঠানের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হল রবিবার। এদিন সন্ধ্যায় রবীন্দ্র নিলয়ে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বেহালা ও কন্ঠসঙ্গীত পরিবেশন করেন। সাধারণত, মফস্বল এলাকায় যন্ত্রসঙ্গীতের চল খুব একটা নেই। কিছু মানুষ আবার যন্ত্রসঙ্গীতকেই আঁকড়ে ধরে রাখারও চেষ্টা করেন। সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোপাল দাস বেহালার চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এদিন ১৫ জন শিল্পী বেহালা বাজিয়ে শ্রোতাদের মুগ্ধও করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০০:২৩
Share:

‘মেঘমালা’ সঙ্গীত প্রতিষ্ঠানের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হল রবিবার। এদিন সন্ধ্যায় রবীন্দ্র নিলয়ে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বেহালা ও কন্ঠসঙ্গীত পরিবেশন করেন। সাধারণত, মফস্বল এলাকায় যন্ত্রসঙ্গীতের চল খুব একটা নেই। কিছু মানুষ আবার যন্ত্রসঙ্গীতকেই আঁকড়ে ধরে রাখারও চেষ্টা করেন। সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোপাল দাস বেহালার চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এদিন ১৫ জন শিল্পী বেহালা বাজিয়ে শ্রোতাদের মুগ্ধও করেন। গোপালবাবুর কথায়, “যা দেখে সত্যি ভাল লাগল। আশা করছি, ধীরে ধীরে আবার বেহালাকে মানুষের কাছে আকর্ষনীয় করতে পারব।” এদিনের অনুষ্ঠানে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস উপস্থিত ছিলেন। দিলীপবাবু বেহালা বাজিয়ে শুনিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement