দেওয়াল লিখনে বিষ্ঠা লেপে দেওয়ার অভিযোগ উঠল হলদিয়ায়। সুতাহাটা থানার কুঁকড়াহাটি মোহনপুর এলাকার ঘটনা।
হলদিয়ার এসডিও পূর্ণেন্দু নস্কর বলেন, ‘সমাধান’-এ অভিযোগ পেয়েছি। সিপিএমের দু’টি দেওয়াল লিখনে এবং সংলগ্ন দোকানের বন্ধ দরজায় বিষ্ঠা লাগানোর অভিযোগ উঠেছে। সুতাহাটা থানার ওসি শীর্ষেন্দু দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী যায় মোহনপুরে। কিন্তু নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় শেষ পর্যন্ত ছবি তুলে ফিরে এসেছেন তাঁরা।
সিপিএম নেতা শ্যামল মাইতি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। তিনি বলেন, ‘‘তৃণমূল আমাদের কমরেডদের ভয় দেখাচ্ছে। প্রচারে বেরতে পারছি না।’’ কুঁকড়াহাটি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হচ্ছে না বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তৃণমূল নেতা আনন্দময় অধিকারী অবশ্য বলেন, ভোটের আগে পনজর টানতে সিপিএম নিজেই এই অপকর্ম করেছে। আমাদের দলের কর্মীরা এই কাজের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। সর্বৈব মিথ্যা অভিযোগ।’’