প্রচারে হাতাহাতি তৃণমূল-সিপিএমের

ভোটের প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূল ও সিপিএম। রবিবার ঘাটাল থানার রঘুনাথপুরের এই ঘটনায় এক মহিলা-সহ দু’পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আহতরা ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০২:৩৩
Share:

ভোটের প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূল ও সিপিএম। রবিবার ঘাটাল থানার রঘুনাথপুরের এই ঘটনায় এক মহিলা-সহ দু’পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আহতরা ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় যান ঘাটালের মহকুমাশাসক পিনাকীরঞ্জন প্রধান। দু’পক্ষই সোমবার ঘাটাল থানায় অভিযোগ করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। কেউ ধরা পড়েনি।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, রবিবার রাত দশটা নাগাদ দু’পক্ষের মধ্যে ঝামেলা বাধে। সিপিএমের অভিযোগ, রাতে গ্রামে শাসক দলের একটি মিছিল হয়। মিছিল শেষ করে তৃণমূলের লোকজন গ্রামের সিপিএম কর্মী সুজন মুদি, নান্টু মুদিদের বাড়িতে চড়াও হয়। শুরু হয় বেধড়ক মারধর। সিপিএমের ঘাটাল জোনাল কমিটির সদস্য তথা জোট প্রার্থী কমল দোলইয়ের অভিযোগ, “আচমকা শাসক দলের লোকজন আমাদের কর্মীদের বাড়িতে ঢুকে মারধোর শুরু করে। প্রতিবাদ করলে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে মার খান মহিলারাও।”

তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের ঘাটাল ব্লকের সাধারণ সম্পাদক তথা শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর বলেন, “দলের দুই কর্মী ক্ষুদিরাম হান্দল এবং গুণধর ঘোড়ইরা প্রচার সেরে দলীয় অফিস থেকে বাড়ি ফেরার সময় সিপিএমের লোকজন তাঁদের উপর চড়াও হয়। দু’জন গুরুতর জখম হয়। রাতেই ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement