সবংয়ে দলবদল

এক কর্মাধ্যক্ষ-সহ দুই সদস্যকে দলে টেনে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি দখলের দিকে এগোল তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৬ ০১:০১
Share:

এক কর্মাধ্যক্ষ-সহ দুই সদস্যকে দলে টেনে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি দখলের দিকে এগোল তৃণমূল।

Advertisement

শনিবার সবংয়ের কৃষ্ণপলাশি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করে তৃণমূল। সেখানেই সবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কংগ্রেসের তপন দাস, সমিতির সদস্য সিপিএমের সইদুল ইসলাম তৃণমূলে যোগ দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে সবং পঞ্চায়েত সমিতির ৩৯টি আসনের ২৩টি দখল করে একক সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড দখল করে কংগ্রেস। তৃণমূলের ছিল ৯টি আসন। পরে বামেদের থেকে এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে ১০টি হয়। দুই সদস্যের দলবদলের পরে তৃণমূলের জেলা কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি বলেন, “রাজ্যে উন্নয়ন দেখে অনেকে দলে যোগ দিতে চাইছে। দ্রুত পঞ্চায়েত সমিতি দখল করব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement