স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। —নিজস্ব চিত্র।
কেমন আছেন হোম কোয়রান্টিনে থাকা ঘরবন্দি মানুষ— তা দেখতে স্বাস্থ্যকর্মীদের নিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরলেন হিঙ্গলগঞ্জ ব্লকের স্বাস্থ্য আধিকারিক।
ভিন রাজ্য থেকে আসা মানুষের বাড়িতে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শও দিলেন তিনি। হিঙ্গলগঞ্জের সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত গ্রামের কয়েক হাজার মানুষ কর্মসূত্রে তামিলনাড়ু, বেঙ্গালুরু, দিল্লি এবং গুজরাতে থাকেন। লকডাউনের সময়ে তাঁদের বেশির ভাগই গ্রামে ফেরেন। তবে ভিন রাজ্যের বাসিন্দারা করোনায় আক্রান্ত হতে পারেন, এই আশঙ্কায় বাসিন্দারা প্রথমে তাঁদের গ্রামে ঢুকতে বাধা দেন। তা জানতে পেরে হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিষেক দাঁ পুলিশ, প্রশাসন এবং আশাকর্মীদের নিয়ে গ্রামবাসীদের বোঝান। ভিন রাজ্য থেকে যাঁরা এসেছিলেন তাঁদের স্থানীয় ন’নম্বর সান্ডেলেরবিল হাসপাতালে আসার ব্যবস্থা করে দেন তিনি। এ ভাবে বহিরাগতদের চিকিৎসা করিয়ে করোনায় আক্রান্ত নয় বলে নথি দেওয়ার পর তবেই তাঁদের গ্রামের বাড়িতে হোম কোয়রান্টিনে থাকতে দেওয়া হয়। চোদ্দো দিন মেয়াদ শেষ হয়েছে। তাই তিনি ফের গ্রামে গিয়ে তাঁদের খোঁজ নিলেন।
অভিষেক বলেন, ‘‘হিঙ্গলগঞ্জের প্রায় ছ’হাজার মানুষ ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন। তাঁদের অনেকেই বাড়ি ফিরেছেন। সকলকেই আমরা স্বাস্থ্য পরীক্ষার পর হোম কোয়রান্টিনে থাকার জন্য বলি। নিয়মিত ভাবে তাঁদের বাড়ি গিয়ে স্বাস্থ্যপরীক্ষাও করা হচ্ছে।’’