নিজস্ব চিত্র।
সেফ হোমে জায়গা মেলেনি। তাই গাছতলাতেই অস্থায়ী আশ্রয় তৈরি করে রয়েছেন খড়গপুর আইআইটির করোনা আক্রান্ত এক নিরাপত্তারক্ষী। খবর পেয়ে ওই ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা।
ডেবরার ডুয়া গ্রাম পঞ্চায়েতের ঘোলাই গ্রামে বাস করেন ওই করোনা আক্রান্ত। তিনি খড়গপুর আইআইটির অস্থায়ী নিরাপত্তা কর্মী। তাঁর দাবি, ‘‘কাজে যোগ দেওয়ার জন্য কোভিড নেগেটিভ শংসাপত্র প্রয়োজন ছিল। কিন্তু পরীক্ষায় আমার করোনা ধরা পড়ে। উপসর্গ তেমন নয়। তাই স্থির করি, কোনও সেফ হোমে থাকব। কারণ বাড়িতে আমার দুই সন্তান এবং বৃদ্ধা মা রয়েছেন। আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তিনি কোনও ব্যবস্থা করে দিতে পারেননি। তাই বাধ্য হয়েই বাড়ির বাইরে, গাছের তলায় ত্রিপল দিয়ে অস্থায়ী ছাউনি করে রয়েছি।’’
বিষয়টি জানতে পেরে প্রশাসনের সঙ্গে কথা বলে ওই ব্যক্তিকে দ্রুত সেফ হোমে পাঠানোর উদ্যোগ নিয়েছে স্থানীয় তৃণমূলকর্মীরা। ডুয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল শূর বলেন, ‘‘স্কুল ঘরে ওঁকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের সঙ্গে কথা বলে দেখছি ওঁকে কোনও সেফ হোমে পাঠানো যায় কি না।’’