Coronavirus in Midnapore

করোনা মুক্তি, খুলছে আরপিএফ কার্যালয়

বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজ, মঙ্গলবার পাঁশকুড়া স্টেশনের আরপিএফ অফিসটি খোলার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২০ ০৩:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

কিছুটা স্বস্তিতে পাঁশকুড়া আরপিএফ। রবিবারই করোনা মুক্ত হয়ে ব্যারাকে ফিরেছেন সেখানের আক্রান্ত কনস্টেবল। সোমবার সাফ সুতরো করা হয়েছে পাঁশকুড়া আরপিএফ অফিস। বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজ, মঙ্গলবার পাঁশকুড়া স্টেশনের আরপিএফ অফিসটি খোলার কথা।

Advertisement

খড়্গপুর শাখায় কর্মরত ওই জওয়ান অন্য কয়েকজন সহকর্মীর সঙ্গে সম্প্রতি দিল্লি থেকে ফিরেছিলেন। সেখান থেকে ফিরে তিনি খড়্গপুরেই কোয়রান্টিনে ছিলেন। এপ্রিলের শেষ সপ্তাহে ওই জওয়ানের দেহে করোনাভাইরাস মেলে। খড়্গপুরের আরও কয়েকজন আরপিএফ জওয়ানের সঙ্গে তাঁকে বড়মা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই জওয়ান খড়্গপুর শাখার পাঁশকুড়া আরপিএফের কাজের দ্বায়িত্বে ছিলেন। তাই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরেই বন্ধ করে দেওয়া হয় পাঁশকুড়া আরপিএফ অফিসটি।

হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়ে ফিরে এসেছেন মোট ছ'জন আরপিএফ জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন পাঁশকুড়ার ওই আরপিএফ কনস্টেবলও। তাঁকে আপাতত রাখা হয়েছে পাঁশকুড়া আরপিএফ ব্যারাকের একটি আলাদা ঘরে। এদিন বন্ধ থাকা পাঁশকুড়া আরপিএফ অফিসটি জীবাণু মুক্ত করা হয় রেলের তরফে। আজ মঙ্গলবার থেকে খুলে যাবে পাঁশকুড়া আরপিএফ অফিস।

Advertisement

পাঁশকুড়া আরপিএফের এক আধিকারিক বলেন, ‘‘চিকিৎসকদের পরামর্শ মতো ওই কনস্টেবলকে আপাতত আলাদা একটি ঘরে রাখার ব্যবস্থা করা হয়েছে। উনি এখন করোনা মুক্ত। মঙ্গলবার থেকে আরপিএফ অফিসটি খুলে
দেওয়া হবে।’’

অন্যদিকে, রাজস্থানের অজমেঢ় শরিফে গিয়ে লকডাউনে আটকে পড়া কোলাঘাটের ২৬ জন পুণ্যার্থী এ দিন ফিরেছেন। কোলাঘাটের ভোগপুর এলাকার বাসিন্দা ওই পুণ্যার্থীরা একটি বাসে চেপে এ দিন সকালে জেলায় পৌঁছানোর পর মেচেদা বাজারের কাছে পথসাথী কোয়রান্টিন সেন্টারে যান। সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার পরে প্রত্যেককে হোম কোয়রান্টিনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রের খবর, স্বাস্থ্য পরীক্ষায় প্রাথমিকভাবে কোনও শারিরীক অসুস্থতা মেলেনি। তবে ভিন্‌ রাজ্য থেকে ফেরা ওই সব ব্যক্তিদের প্রত্যেকের নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement