Coronavirus

মৃতের পরিবারের করোনা-নমুনা সংগ্রহ

ভগবানপুর-১ ব্লকের কুরালবাড় গ্রামের বাসিন্দা গোপাল সিংহকে (৩২) জ্বর ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে তাঁর পরিজন গত সোমবার ভগবানপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভগবানপুর শেষ আপডেট: ১৪ মে ২০২০ ০৫:১২
Share:

প্রতীকী ছবি

করোনা উপসর্গ নিয়ে মৃত ভগবানপুররে বাসিন্দার লালারসের নমুনা পরীক্ষা হয়নি। তবে তাঁর পরিবারের লালারসের নমুনা করোনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হল বুধবার। দিন দু’য়েক আগে ওই ব্যক্তির মৃত্যু ঘুরে ধুন্ধুমার বেঁধেছিল ভগবানপুর গ্রামীণ হাসপাতালে।

Advertisement

ভগবানপুর-১ ব্লকের কুরালবাড় গ্রামের বাসিন্দা গোপাল সিংহকে (৩২) জ্বর ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে তাঁর পরিজন গত সোমবার ভগবানপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ, টোটো থেকে অসুস্থ গোপালকে নামানোর কয়েক মিনিটের মধ্যে প্রাথমিক চিকিৎসার আগে তাঁর মৃত্যু হয়। এর পরে মৃতের পরিজন চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখান। ভগবানপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জ্বর ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে হাসপাতালে মৃত্যু হওয়ায় করোনা সন্দেহে জোরদার হয় পরিজনদের মধ্যে। এর পরে ওই ব্যক্তির মৃতদেহের ময়নাতদন্ত নিয়েও টানাপোড়েন চলে কাঁথি মহকুমা হাসপাতালে। মৃত্যুর পরে তাঁর লালারসের করোনা পরীক্ষাও করানো হয়নি। মৃত্যুর ২৪ ঘণ্টার পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে দেহটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছিল।

Advertisement

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর জেরে মৃতের গ্রাম এবং পরিবারের মধ্যে আতঙ্ক ছড়ায়। সন্দেহ দূর করতে করোনা পরীক্ষা সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দফতর। বুধবার মৃত ব্যক্তির পরিবারের ন’জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয় ভগবানপুর গ্রামীণ হাসপাতালে। রিপোর্ট না আসার পর্যন্ত তাঁদের সকলকে ‘হোম আইসোলেশনে’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মৃতের লালারসের নমুনা পরীক্ষা করানো হল না কেন? জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডলের জবাব, ‘‘মৃত ব্যক্তির লালারসের নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। শুধু সন্দেহের উপশমের জন্যই তাঁর পরিবারের করোনা পরীক্ষা করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement