Corruption

পছন্দের অফিসার! নিয়োগ ঘিরে বিতর্ক পুরসভায়

এগজিকিউটিভ অফিসার নিয়োগ নিয়ে বিতর্ক বেধেছে শিল্পশহরের পুরসভায়। নির্দিষ্ট একজনকে ওই পদে নিয়োগ করতে চেয়ে পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দিয়েছিলেন হলদিয়ার পুরপ্রধান। সে ক্ষেত্রে দুর্নীতির আঁতাতের অভি‌যোগও তুলেছে বিরোধীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫৪
Share:

পুরপ্রধানের এই চিঠি ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। নিজস্ব চিত্র

এগজিকিউটিভ অফিসার নিয়োগ নিয়ে বিতর্ক বেধেছে শিল্পশহরের পুরসভায়। নির্দিষ্ট একজনকে ওই পদে নিয়োগ করতে চেয়ে পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দিয়েছিলেন হলদিয়ার পুরপ্রধান। সে ক্ষেত্রে দুর্নীতির আঁতাতের অভি‌যোগও তুলেছে বিরোধীরা। এ ভাবে কারও নাম সুপারিশ করা যায় কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Advertisement

বিজেপির এমন মন্তব্য নিয়ে হলদিয়া শহর তৃণমূল সভাপতি মধুরিমা মণ্ডল বলেন, ‘‘রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে বিরোধীরা এমন সব ভিত্তিহীন অভিযোগ করে আসছে। এ সবের কোনও উত্তর হয় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement