নোট বাতিলের জেরে মার খেয়েছিল কাঁথি বইমেলা। সেই অভিজ্ঞতা থেকেই কাঁথি মহকুমা বইমেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন উদ্যোক্তারা। প্রতিবছর ডিসেম্বরে কাঁথিতে দু’টি বইমেলা হয়। একটি ‘কাঁথি বইমেলা’, অন্যটি ‘কাঁথি মহকুমা বইমেলা’ নামে। ৮ নভেম্বর প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন। তার জেরে বিকিকিনি একেবারে হয়নি কাঁথি বইমেলায়— এমনটাই দাবি উদ্যোক্তাদের। প্রকাশকরা জানিয়েছেন, নোট সমস্যায় বইবিক্রির পরিমাণ প্রায় ৫০শতাংশ কমে গিয়েছিল।
এমন পরিস্থিতিতে কাঁথি মহকুমা বইমেলা ডিসেম্বর মাসের পরিবর্তে জানুয়ারি মাসে করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। মহকুমা বইমেলা কমিটির কার্যকরী সভাপতি হরিসাধন দাসঅধিকারী বলেন, “সদস্যরা জানুয়ারিতে বইমেলা আয়োজন করার ব্যপারে সহমত প্রকাশ করেছেন। আমরা আশা করছি, আগামী মাসে কিছুটা হলেও স্বাভাবিক হবে পরিস্থিতি। তা ছাড়া, একই মাসে দু’টি বইমেলা হলে ব্যবসা আরও বেশি মার খেত বলে আমাদের আশঙ্কা।’’