কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ব্লকের প্রায় সব নেতা। এমন কোণঠাসা অবস্থাতেও সবংয়ের একটি সমবায় সমিতি নিজেদের হাতেই রাখল কংগ্রেস।
শুক্রবার ছিল সবংয়ের বড়সাহরা-মালপাড় বাটিটাকি কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচন। ৯টি আসনের মধ্যে তফসিলি জাতি ও উপজাতি সংরক্ষিত দু’টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন কংগ্রেস সমর্থিতরা। আর মহিলা সংরক্ষিত একটি আসনে কেউই প্রার্থী দিতে পারেনি। বাকি ছ’টি আসনে এ দিন ভোটাভুটি হয়। সব মিলিয়ে প্রার্থী ছিলেন ১০ জন। এর মধ্যে চার জন তৃণমূল সমর্থিত, একজন বাম ও পাঁচ জন কংগ্রেস সমর্থিত।
ভোট শেষে এ দিন বিকেলে গণনার পরে দেখা যায়, তৃণমূল সমর্থিত প্রার্থীরা পিছিয়ে পড়েছেন। ছ’টি আসনের মধ্যে কংগ্রেস সমর্থিতরা পাঁচটিতে ও একটিতে বাম সমর্থিত প্রার্থী জয়ী হন। রিটার্নিং অফিসার দীপঙ্কর দে বলেন, “ন’টি আসনের মধ্যে একটি মহিলা সংরক্ষিত আসনে কোনও প্রার্থী মনোনয়ন জমা দেননি। আর দু’টি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। বাকি ৬টি আসনে ৬ জনকে জয়ী ঘোষণা করা হয়েছে।’’
আগে এই সমবায়ে সে ভাবে নির্বাচন হত না। কংগ্রেস-তৃণমূল-বাম সমর্থিতরা মিলিজুলি ভাবে পরিচালন সমিতি চালাতেন। তবে রাশ থাকত কংগ্রেস সমর্থিতদের হাতেই। তবে এখন পরিস্থিতি ভিন্ন। এক সময়ের গড় সবংয়ে এখন অনেকটাই কোণঠাসা কংগ্রেস। সম্প্রতি জেলা কংগ্রেস সভাপতি বিকাশরঞ্জন ভুঁইয়া-সহ ব্লকের এক ঝাঁক নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়াকে নিয়েও চলছে টানাপড়েন। এই পরিস্থিতিতে সমবায় দখল কংগ্রেস শিবিরে একটু হলেও স্বস্তি এনে দিয়েছে। নেতৃত্বের দাবি, এতেই বোঝা গেল সবংবাসীর মন থেকে কংগ্রেসকে মুছে দেওয়া যায়নি। কংগ্রেসের জেলা সহ-সভাপতি তথা সবংয়ের নেতা জয়ন্ত ভৌমিকের কথায়, ‘‘বড়সাহরা-মালপাড় বাটিটাকি সমবায়ে আমরাই ৭টি আসনে জয়ী হয়েছি। একটি আসন পেয়েছে বামেরা। এই ঘটনা প্রমাণ করে দিল কেউ কেউ দল ছেড়ে গেলেও সবংয়ের মানুষ কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। আমরা এই জয় থেকেই নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করতে চলেছি।’’
গোটা ঘটনায় বিড়ম্বনায় পড়েছে তৃণমূল। আর এর জন্য কংগ্রেস ছেড়ে আসা নেতাদের উপরেই দোষ চাপাচ্ছে তারা। তৃণমূলের জেলা কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির কথায়, “ব্লকের অনেক কংগ্রেস নেতা আমাদের দলে এসেছেন। তারপরেও কেন সমবায়ে কংগ্রেসের জয় হল সেই প্রশ্ন আমারও। মনে হচ্ছে এর পিছনে অন্তর্ঘাত রয়েছে। আমি এলাকা থেকে রিপোর্ট চেয়েছি।” যদিও দলত্যাগী বিকাশ ভুঁইয়ার দাবি, “ওই নির্বাচনের কথা জানতামই না।’’