প্রতীকী ছবি।
দলীয় পতাকা বাঁধাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ বাধল ভগবানপুর-২ ব্লকের বরোজ অঞ্চলে।
গত মঙ্গলবার বিহারে ছিল ভোট গণনা। গণনা চলাকালীন বিজেপি’র জয়ের পাল্লা ছিল ভারী। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় বরোজ অঞ্চলের মূলদা এবং পাঁউশি বুথে পতাকা টাঙাতে গিয়েছিলেন বিজেপি কর্মীরা। সে সময় ২০-২৫ টি মোটরবাইক তৃণমূলের একটি দল ওই এলাকায় শাসকদলের পতাকা টাঙাতে চায়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। পরে হাতাহাতিতে জড়িয়ে যান দু' দলের কর্মীরা। খবর পেয়ে সেখানে যায় ভুপতিনগর থানার বিরাট পুলিশ বাহিনী। তারা কয়েকজনকে আটক করে নিয়ে যায় থানায়।
এলাকার বিজেপি নেতা প্রশান্ত পন্ডা বলেন, ‘‘তৃণমূল দুষ্কৃতীরা দলীয় পতাকা ছিড়ে দেয় এবং তাতে আগুনও দিয়েছে। স্থানীয়েরা এর প্রতিরোধ গড়ে তুললে তৃণমূল দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।’’ তৃণমূল আবার দলীয় কর্মীদের অপহরণের অভিযোগ তুলেছে। এ প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি মানব পড়ুয়া বলেন, ‘‘বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই এলাকা দখল নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় জোর করে পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। তার প্রতিবাদ করায় আমাদের দলের তিনজন কর্মীকে তুলে নিয়ে গিয়েছে ওরা। এখনও তাঁদের খোঁজ নেই। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে।’’ ওই ঘটনা প্রসঙ্গে পুলিশের কোনও আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।