Civic Volunteer Death In Paschim Midnapore

রহস্যজনক ভাবে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু পশ্চিম মেদিনীপুরে, তদন্তে পুলিশ

কিন্তু কী ভাবে ওই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হল, তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক ভাবে দুর্ঘটনার কথাই বলছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৭:১৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রহস্যজনক ভাবে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। জখম আরও এক যুবক। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড ফাঁড়ি এলাকার ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম খোকন আহির। বয়স ৩০ বছর। গোয়ালতোড় থানার কুসুমডহরি গ্রামে তাঁর বাড়ি।

জানা যাচ্ছে, শনিবার রাতে গাজনের মেলা দেখতে চন্দ্রকোনা রোডে গিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার খোকন। তাঁর সঙ্গে ছিলেন এক বন্ধু। রবিবার তাঁর দেহ উদ্ধার হয় চন্দ্রকোনা থেকে। জখম অবস্থায় উদ্ধার করা হয় তাঁর বন্ধুকে। কিন্তু কী ভাবে খোকনের মৃত্যু হল, তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক ভাবে দুর্ঘটনার কথাই বলছে পুলিশ।

Advertisement

খোকন গোয়ালতোড় থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পুলিশকর্তারা। রবিবার দেহ দেহ নিয়ে যাওয়া হয়েছিল চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয় দেহ। কী ভাবে দুর্ঘটনা হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement