Mamata Banerjee

CID At Nandigram: নন্দীগ্রামে ফের গেল সিআইডি-র দল, কথা বিরুলিয়ার বাসিন্দাদের সঙ্গে, হল মাপজোকও

রাজ্যে বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা।গত ১০ মার্চ মনোনয়ন জমা দিয়ে ফেরার পর এই বিরুলিয়া বাজারেই পায়ে চোট পেয়েছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৩
Share:

বিরুলিয়া বাজারে সিআইডি-র দল। —নিজস্ব চিত্র।

দু’সপ্তাহের মধ্যে ফের নন্দীগ্রামে গেল সিআইডি-র প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিরুলিয়া বাজারে যান সিআইডি-র ওই দলের সদস্যরা। ভোটের আগে গত ১০ মার্চ ওই এলাকাতেই পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাণ্ডেরই তদন্তে ফের বিরুলিয়ায় গেল সিআইডি। এর আগে গত ৩১ অগস্ট বিরুলিয়ায় যায় সিআইডি। তার কয়েক দিনের মাথায় ফের নন্দীগ্রাম অভিযানে রাজ্যের গোয়েন্দা বিভাগ।

Advertisement

বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে যান সিআইডি আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছে মাপজোক করেন তদন্তকারীরা। পাশাপাশি তাঁরা কথা বলেন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের সঙ্গে।

বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা। গত ১০ মার্চ মনোনয়ন জমা দিয়ে ফেরার পর এই বিরুলিয়া বাজারেই পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে চক্রান্তের অভিযোগ তোলেন তিনি। বৃহস্পতিবার সেই ঘটনার তদন্তে ফের এক বার নন্দীগ্রামে যান গোয়েন্দারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement