দুর্ঘটনায় মৃত্যু, অবরোধ

বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। রবিবার দুপুরে কোলাঘাট থানার শান্তিপুর গ্রামে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের ঘটনা। দুর্ঘটনার পর উত্তেজিতবাসিন্দারা মেচেদা বাসস্ট্যান্ডে গিয়ে বাস ভাঙচুর করে। এমনকী মেচেদা থার্মাল গেটে অবরোধ করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ০১:২১
Share:

বাস ভাঙচুর উত্তেজিত জনতার। নিজস্ব চিত্র।

বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। রবিবার দুপুরে কোলাঘাট থানার শান্তিপুর গ্রামে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের ঘটনা। দুর্ঘটনার পর উত্তেজিতবাসিন্দারা মেচেদা বাসস্ট্যান্ডে গিয়ে বাস ভাঙচুর করে। এমনকী মেচেদা থার্মাল গেটে অবরোধ করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেচেদা বাজার সংলগ্ন শান্তিপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা তানিসা খাতুন (৫) মায়ের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। দুপুর আড়াইটা নাগাদ হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক ধরে হেঁটে আসার সময় একটি বাস ওই শিশুকে ধাক্কা মেরে চলে যায়। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃত্যুর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ক্ষুদ্ধ হয়ে মেচেদা বাসস্ট্যান্ডে গিয়ে বাস ভাঙচুর করে। সেখান থেকে ফিরে এসে মেচেদা থার্মাল গেট এলাকায় হলদিয়া-মেচেদা অবরোধ করে বাস চালককে গ্রেফতারের দাবি জানানো হয়। প্রায় আধঘণ্টা ধরে অবরোধ চলে। কোলাঘাট থানার পুলিশ বাহিনী সেখানে এসে অবরোধকারীদের আশ্বাস দিয়ে অবরোধ তোলে। পুলিশ জানিয়েছে, বাসের চালককে ধরতে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement