বলছেন ছত্রধর। নিজস্ব চিত্র
তৃণমূলে যোগ দেওয়া নিয়ে মন্তব্য এড়িয়ে যাচ্ছেন। তবে এই প্রথমবার তৃণমূলের দলীয় কর্মসূচিতে যোগ দিলেন জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতো। বুধবার গোপীবল্লভপুর-১ ব্লক তৃণমূলের এক কর্মিসভায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন ছত্রধর ও তাঁর স্ত্রী রাজ্য সমাজকল্যাণ পর্ষদের সদস্য নিয়তি।
গোপীবল্লভপুর-১ পঞ্চায়েত সমিতির ক্ষমতায় রয়েছে বিজেপি। ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬টি বিজেপি-র দখলে। বিধানসভা ভোটের আগে ওই এলাকায় সংগঠন পোক্ত করতে বুথস্তরের কর্মীদের নিয়ে এদিন স্থানীয় গোপীকুঞ্জ হলে কর্মিসভার আয়োজন করা হয়। ওই কর্মিসভায় ব্লকের সাতটি অঞ্চল তৃণমূলের সাতজন সভাপতি, ১০৪ টি বুথের কর্মীরা ছাড়াও ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি শঙ্করপ্রসাদ হাঁসদা, ব্লক তৃণমূল নেতা হেমন্ত ঘোষ, সত্যরঞ্জন বারিক প্রমুখ। এ দিন ছত্রধর ওই সভায় বলেন, ‘‘আছি মানুষের সঙ্গে আছি।’’ তৃণমূলের হারানো জমি ফেরাতে কর্মীদের সক্রিয় ভাবে কাজ করার পরামর্শ দেন ছত্রধর। ব্লক তৃণমূলের সভাপতি শঙ্করপ্রসাদ হাঁসদা বলেন, ‘‘আমন্ত্রিত হিসেবে ছত্রধরবাবু ও নিয়তিদেবী কর্মিসভায় এসেছিলেন।’’ দলে যোগ দেওয়ার প্রসঙ্গে এদিন ছত্রধরকে প্রশ্ন করা হলে তাঁর প্রতিক্রিয়া, ‘‘সময় হলেই জানাব।’’